English

34 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

এবার শুভর নায়িকা কলকাতার সোহিনী

- Advertisements -

নাসিম রুমি: সুসময় পার করছেন হালের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। ‘মুজিব’ দিয়ে ইতিমধ্যে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন, দু হাতে কুড়োচ্ছেন ভালোবাসা। এরমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন, যা নতুন বছরে শুরু হতে যাচ্ছে। এবার নতুন খবর হলো- বড় পর্দা দাপিয়ে ফের ওয়েবে আসছেন এই নায়ক। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিরিজে।

Advertisements

সিরিজটির নাম ‘লহু’। ‘কিশমিশ’, ‘দিলখুশ’ খ্যাত কলকাতার রাহুল মুখার্জির পরিচালনায় এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকার। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে সিরিজটির।

এ বিষয়ে আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়। সেটা শুধু আমার জন্য নয়, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের প্রতি ভালোবাসা, তাদের দোয়া ও সাপোর্টের জন্য।’

সিরিজটির প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কি রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারবো আশা করছি।’

Advertisements

অন্যদিকে সিরিজটি নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

সিরিজের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক রাহুল মুখার্জী বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায়। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন