English

28.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

এ আর রহমান কেমন আছেন? জানালেন ছেলে

- Advertisements -

নাসিম রুমি: বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রোববার সকাল সাতটার দিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে এখন বিপদ কাটিয়ে এই শিল্পী সুস্থ আছেন; সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, এ আর রহমানের কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।

এদিকে রহমানের ছেলে আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।

এক পোস্টে আমিন লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের এমন সংকটের সময়ে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’ বাবা এখন বাসায় অবস্থান করছেন। ডাক্টর কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/acs0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন