English

27.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

এ কোন মোশাররফ করিম!

- Advertisements -

নাসিম রুমি: সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমায় অন্য এক মোশাররফ করিমের দেখা মিলেছে। চোখে সানগ্লাস, মুখভর্তি দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ। কিংবদন্তি এই অভিনেতা এমন ভয়ঙ্কর রূপেই ধরা দেবেন ‘ইনসাফ’-এ।

বড়পর্দায় মোশাররফ করিমকে এর আগে জীবনঘনিষ্ঠ বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি তাকে। এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় কাজ করছেন দেশের শক্তিমান এই অভিনেতা।

রোববার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়। সে পোস্টারেই মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’

নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলারধর্মী গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল।

‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও থাকছেন শরীফুল রাজ ও তাসনিয়া। সিনেমাটি আসছে কুরবানির ঈদে বড়পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পেয়েছিল শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। এই সিনেমায় পুলিশ কর্মকর্তা মইনুলের চরিত্রে বাজিমাত করেছেন মোশাররফ করিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/87ma
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন