English

27.2 C
Dhaka
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
- Advertisement -

এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো আহমেদাবাদের কঙ্করিয়া লেকের একা এরিনায়। রঙিন আলো আর তারকাদের ঝলকে জমজমাট এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ তারকারা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান, করণ জোহর ও মণীশ পল। মঞ্চ মাতান শাহরুখ, কৃতি স্যানন ও কাজলসহ আরও অনেক তারকা।

এবারের আসরে সবচেয়ে আলোচনায় ছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার জিতে নেয়। এর আগে ‘গালি বয়’ ছবিটি একই সংখ্যক পুরস্কার জিতে যে রেকর্ড করেছিল, তা স্পর্শ করেছে ‘লাপাতা লেডিস’।

এবারের বিজয়ীদের তালিকা

সেরা অভিনেতা (প্রধান চরিত্রে) — অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে) — আলিয়া ভাট (জিগরা)

সমালোচকদের সেরা অভিনেতা (পুরুষ) — রাজকুমার রাও (শ্রীকান্ত)

সমালোচকদের সেরা অভিনেত্রী (নারী) — প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) — রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেত্রী (নারী) — ছায়া কদম (লাপাতা লেডিস)

সমালোচকদের নির্বাচিত সেরা সিনেমা — আই ওয়ান্ট টু টক (পরিচালনা: সুজিত সরকার)

সেরা নবাগত অভিনেতা (পুরুষ) — লক্ষ্য (কিল)

সেরা নবাগত অভিনেত্রী — নিতাংশী গোয়েল (লাপাতা লেডিস)

সেরা নবাগত পরিচালক — কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)

সেরা গল্প — আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকেল ৩৭০)

সেরা সংলাপ — স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা সংগীত পরিচালক — রাম সম্পাত (লাপাতা লেডিস)

সেরা গীতিকার — প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিস)

সেরা গায়ক — অরিজিৎ সিং (লাপাতা লেডিস)

সেরা গায়িকা — মধুবন্তী বাগচি (স্ত্রী ২)

সেরা সিনেমাটোগ্রাফি — রাফে মেহমুদ (কিল)

সেরা প্রোডাকশন ডিজাইন — ময়ূর শর্মা (কিল)

সেরা পোশাক ডিজাইন — দর্শন জালান (লাপাতা লেডিস)

সেরা সম্পাদনা — শিবকুমার ভি. পানিকার (কিল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর — রাম সম্পাত (লাপাতা লেডিস)

সেরা ভিএফএক্স — রিডিফাইন (মুঞ্জা)

সেরা কোরিওগ্রাফি — বস্কো-সিজার (তৌবা তৌবা – ব্যাড নিউজ)

বিশেষ পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট) — জিনাত আমান, শ্যাম বেনেগাল

আরডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং ট্যালেন্ট ইন মিউজিক — অচিন্ত ঠাক্কর (জিগরা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

রেকর্ডের পথে কিরণ রাও

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, সমালোচকদেরও মন জয় করেছে। নারী কেন্দ্রিক গল্প, ব্যতিক্রমী উপস্থাপনা আর রাম সম্পাতের মিউজিক—সব মিলিয়ে এবারের ফিল্মফেয়ার ছিল যেন ‘লাপাতা লেডিস’-এর উৎসব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dcy4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন