English

32.3 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
- Advertisement -

ঐশ্বরিয়া প্রসঙ্গে রেখা, আমি বাঘিনীর মতো ওর হয়ে লড়ব

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিচ্ছেদের মাঝে শোনা গেল এক নতুন খবর। একসময়ের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক, এখন তার সংসার ভাঙনের মুখে— এটা এখন পুরোনো খবর। সেই পুরোনো খবরই আবার নতুন করে হয়ে এলো বড় খবর— ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া আমাদের সম্পত্তি। ঐশ্বরিয়াকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত আমাদের, বললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা।

অথচ এই সাবেক বিশ্বসুন্দরীকে অতিসুন্দরীর কারণে একটা সময় ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ করেছিলেন ইন্ডাস্ট্রির কতিপয় তারকা। আর সেই নিন্দুকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। তাদের মুখ বন্ধ করেছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য নাকি কৃত্রিম। করণ জোহরের অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ করেছিলেন অভিনেতা ইমরান হাশমি। নিন্দুকেরাও বচ্চন বধূকে এ তকমা দিয়েই খোঁচা দিয়েছেন একটা সময়। তবে তাদের মুখ বন্ধ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। দাবি করেছিলেন— ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া।

রেখা সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, মডেলদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ঐশ্বরিয়াকে। ওই সবচেয়ে সেরা। যারা ওকে ‘প্লাস্টিক’ বলে, আমি তাদের সমর্থন করি না। ওর অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত। ঐশ্বরিয়ার জন্য লড়তেও রাজি বলেছিলেন রেখা। তিনি বলেছিলেন আমি বাঘিনীর মতো ওর হয়ে আগামী দিনেও লড়ব। ওর জন্য অনেক ভালোবাসা।

উল্লেখ্য, ১৯৮১ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী রেখা। পরে ঐশ্বরিকেও দেখা যায় ওই একই চরিত্রে। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বরিয়ার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন এ বর্ষীয়ান অভিনেত্রী। তবে তিনি চেয়েছিলেন— ঐশ্বরিয়া যেন ভারতেই থেকে অভিনয়টা চালিয়ে নিয়ে যান। রেখা বলেছিলেন— ও কতটা দক্ষ নিজের বোঝা উচিত। নিজেকে প্রমাণ করতে ওর হলিউডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা কারা, যারা দেশের বাইরে থেকে ঐশ্বরিয়ার প্রতিভা নিয়ে নিতে চাইছেন? ঐশ্বরিয়া আমাদের সম্পত্তি। ঐশ্বরিয়াকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত আমাদের।

কিছু দিন আগেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা বচ্চন পরিবার। দেখা গিয়েছিল, অভিষেক নিজের পরিবার নিয়ে প্রবেশ করছেন ঠিকই। কিন্তু নেই ঐশ্বর্যা ও আরাধ্যা। অনেকটা পরে আসেন ঐশ্বর্যা ও আরাধ্যা। এসে আগেই অমিতাভের পরিবারের সামনেই দেখা করেন রেখার সঙ্গে। ঐশ্বর্যাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হয় নেটপাড়ায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9h2k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

সেই ছবির বিষয়ে যা বললেন তাহসান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন