English

33.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

‘ওই তিন সেকেন্ড নিয়ে এত কথা বলা অপ্রয়োজনীয়’

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অভিরামী অভিনীত ‘থাগ লাইফ’-এর ট্রেলার গতকাল প্রকাশ হয়েছে। সেই ট্রেলারে অভিনেতা কমল হাসানের সঙ্গে অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা সমালোচনা। মূলত তিন সেকেন্ডের একটি চুম্বনদৃশ্য নিয়েই শুরু হয়েছে এ শোরগোল।

সামাজিক মাধ্যমে সেই তিন সেকেন্ডের চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে। তাদের বয়সের পার্থক্য নিয়েও সমালোচনা করছেন অনেক নেটিজেন, যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী অভিরামীর।

সম্প্রতি এ ব্যাপারে নীরবতা ভেঙে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এই বিতর্কিত চুম্বনের দৃশ্য নিয়ে কথা বলেন তিনি। সেখানে অভিরামী দাবি করে বলেন, গল্পের প্রয়োজনেই দৃশ্যটি করা হয়েছে, বাড়তি কিছু নয়।

অভিনেত্রী বলেন, ‘চুম্বনের দৃশ্যটি মাত্র তিন সেকেন্ডের। কিন্তু ট্রেলারে শুধু সেই অংশটাই দেখানো হয়েছে, যা দর্শকদের বিভ্রান্ত করেছে। পুরো সিনেমার প্রেক্ষাপট ও ঘটনার প্রবাহে এটি খুবই স্বাভাবিক এবং যৌক্তিকভাবে এসেছে। সিনেমা দেখে পুরোটা না জেনে শুধু ওই তিন সেকেন্ড নিয়ে এত কথা বলাটা অপ্রয়োজনীয় বলে মনে করেন অভিরামী।

তিনি বলেন, এখনকার সময়ে বিতর্ক এড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিচালক মণি রত্নমের ভিশন বা কাস্টিং নিয়ে তার কিছু বলার ছিল না। এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য সিনেমার প্রচারের কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয় বলেও জানান তিনি।

অভিরামী বলেন, প্রচারণার জন্য হয়তো এ দৃশ্যটিকে হাইলাইট করা হয়েছে। দৃশ্যটা পুরোপুরি উপভোগ্য হবে সিনেমাটি দেখার সময়।

তিনি বলেন, ঠিক কেন এই দৃশ্য এত আলোচনায় এলো তা তিনি নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, কমল হাসান সবসময় সাহসী বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং সেটিই হয়তো এ বিতর্কের পেছনে অন্যতম কারণ।

অভিনেত্রী বলেন, এর আগে ‘হে রাম’-এর মতো সিনেমায় কমল হাসান যেভাবে পরিপক্বভাবে অন্তরঙ্গতা দেখিয়েছেন, তা বলাই বাহুল্য। তিনি বলেন, পর্দায় অন্তরঙ্গতা এখন খুব সাধারণ একটি বিষয়, সাধারণ একটি ঘটনা। তা ধীরে ধীরে দর্শকদের দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে বিশ্বাস করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৫ জুন মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে আরও অভিনয় করেছেন তৃষা ও সিলামবারাসন ট্রিসহ একঝাঁক তারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/deog
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন