English

30 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না: অনামিকা

- Advertisements -

টালিউডের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের হিয়া বলেই এখনো তাকে দর্শকরা মনে রেখেছেন। তবে অভিনেত্রী অনেক দিন ছোটপর্দা থেকে দূরে আছেন। প্রায় পাঁচ বছর হয়ে গেল। শেষ নায়িকা হিসাবে দেখেছিলেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে।

২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিকের শেষ পর্ব। এরপর ‘সান বাংলা’র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর ক্যারিয়ারে। দীর্ঘ এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন এসেছে বিনোদন জগতে।

অভিনেতা উদয়প্রতাপ সিংয়ের সঙ্গে সংসার পেতেছেন অনামিকা চক্রবর্তী। সবার প্রশ্ন— কেন তিনি ছোটপর্দা থেকে দূরে আছেন? তবে নিয়মিত ছোটপর্দায় তাকে দেখা না গেলেও তার রোজনামচা এখন দর্শকদের হাতের মুঠোয়। নিজের প্রতিদিনের খুঁটিনাটি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। এককথায় বলা যায়, ‘ভ্লগার’। তবে কি অভিনয় ছেড়ে ভ্লগিংই অনামিকার নতুন পেশা?

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী সাফ জানালেন, ভ্লগিং থেকে ভালো রোজগার হচ্ছে, তাই তিনি এ কাজ করছেন। অনামিক বলেন, এক মাসও হয়নি। দর্শকদের কাছ থেকে আমি যা ভালোবাসা পাচ্ছি, তাই ভ্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভালো রোজগারও হচ্ছে— কেন করব না?

তবে অভিনয়টাও যে সেই সঙ্গে চালিয়ে যেতে চান, সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর আর সেভাবে কেন তাকে পর্দায় দেখা গেল না? —এমন প্রশ্নের উত্তরে অনামিকা বলেন, সত্যি বলছি— আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে, তা হলে আমার কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি।

মাঝে বেশ কিছু ছোট চরিত্রের সুযোগ এসেছিল তার কাছে। কিন্তু এখন সেভাবে কোনো নতুন কাজের সুযোগ নেই। অভিনেত্রী বলেন, কাউকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন। ভ্লগ করছি, ভালো আছি। তাতে কেউ আমায় নতুন কোনো সুযোগ দিলে ভালো, না হলেও ঠিক আছে।

স্বামী উদয়প্রতাপকে নিয়ে সুখে সংসার করছেন অনামিকা। আগামী দিনে ভাল কাজের সুযোগ এলে অবশ্যই করবেন বলে জানান অভিনেত্রী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন