English

37 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

ওটিটিতে শাহিদ আলাদা, নিলেন রেকর্ড পারিশ্রমিক

- Advertisements -

নাসিম রুমি: ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেই ঝড় তুলেছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। ২০২৩ সালে তার ‘ফর্জি’ ঝড় তুলেছিল ওটিটি দুনিয়ায়। রাজ ও ডিকে পরিচালিত সেই থ্রিলার সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, দর্শক থেকে সমালোচকমহল-সকলেই প্রায় অপেক্ষায় ছিল ‘ফর্জি টু’-এর জন্য। আর এতদিনে প্রকাশ্যে এল বড় খবর—এই সিরিজের সিক্যুয়েলের জন্য শাহিদ নিচ্ছেন ৪৫ কোটি রুপির পারিশ্রমিক! যা এককথায় রেকর্ড।

সূত্রের খবর, ‘ফর্জি টু’ -এর শুটিং শুরু হচ্ছে ২০২৫ সালের জুলাই মাসে। আর এই নতুন সিজনের জন্য শাহিদ কাপুরের পারিশ্রমিক এতটাই বেশি, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ—এমনটা এর আগে কোনো প্রজেক্টেই তিনি পাননি। সাধারণত, বড়পর্দার জন্য শাহিদের পারিশ্রমিক ঘোরাফেরা করে ২৫–৩০ কোটি রুপির মধ্যে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তার ফি-স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, আর সেই কারণেই ‘ফর্জি টু’-এ তিনি নিয়েছেন একেবারে ৪৫ কোটি!

এইমুহূর্তে রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামক একটি প্রজেক্টে। সেই শুটিং শেষ করেই তারা ঝাঁপাবেন ‘ফর্জি টু’-এর প্রি-প্রোডাকশনে। সূত্রের খবর, এই সিজনে মুখোমুখি হতে চলেছেন শাহিদ কাপুর, বিজয় সেতুপতি ও কেকে মেনন— যাকে বলে একেবারে হাই টেনশন ফেস-অফ! সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ‘ফর্জি’ মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিও-তে । সেখানে শাহিদের পাশাপাশি ছিলেন বিজয় সেতুপতি, রাশি খান্না, ভূবন অরোরা এবং কাব্য থাপার। অন্যদিকে শাহিদ এখন ব্যস্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘অর্জুন অস্তারা’ ছবির শুটিংয়ে, যেখানে তার বিপরীতে আছেন তৃপ্তি দিমরি। এই গ্যাংস্টার অ্যাকশন ড্রামার আন্তর্জাতিক শুটিং শুরু হচ্ছে মে-র মাঝামাঝি। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন