টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বকর্মা পূজার দিন বারবার ফিরে আসছে তাদের বাসররাতের সেই ভিডিওর গান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9rx0
টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বকর্মা পূজার দিন বারবার ফিরে আসছে তাদের বাসররাতের সেই ভিডিওর গান।
সেই এক বছর আগের ঘটনা— এ তারকা দম্পতির বিয়ের বাসররাত। গান চলছে— যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। সেই পুরোনো ভিডিওই ঘুরেফিরে আসছে সামাজিক মাধ্যমের পাতায়। বিশ্বকর্মার সঙ্গে ঘুড়ি, লাটাইয়ের নিবিড় যোগসূত্র রয়েছে। সত্যি সত্যি কি বিয়ের এক বছর পর কাঞ্চনের ‘লাটাই’ তবে শ্রীময়ীরই হাতে? এমন প্রশ্নের জবাবে যে কথা বললেন অভিনেত্রী।
দাম্পত্য সম্পর্ককে এভাবে দেখতে নারাজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের আগে বহু বছর ধরে কাঞ্চন মল্লিককে চেনেন তিনি। অভিনেতা তথা তৃণমূল বিধায়ককে জীবনের বিভিন্ন পর্যায়ে কাছ থেকে দেখেছেন। তাই লাটাই ধরে রাখার বিষয় নেই তাদের সম্পর্কের মাঝে।
শ্রীময়ী বলেন, সম্পর্ক ঘুড়ি-লাটাই এসবে বেঁধে দেওয়ায় আমি একেবারেই বিশ্বাসী নই। সংসার হয়তো মেয়েদের হাতে থাকে— এটা ঠিক। কিন্তু বাইরের সবটা কি আমি নিজের হাতের মুঠোয় রাখতে পারব?
বিয়ের পর থেকে কাঞ্চন ও শ্রীময়ীর অনেক মুহূর্তই ফ্রেমবন্দি হয় সামাজিক মাধ্যমে। তা নিয়ে আলোচনাও হয় অনেক। অভিনেত্রী বলেন, কাঞ্চনের জীবনের সব চ্যাপ্টার আমার পড়া। সুতরাং আর ওকে কন্ট্রোল করার কোনো বিষয় নেই।
পূজায় মুক্তি পাবে কাঞ্চন অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’। এ সিনেমার প্রচারে অভিনেতার সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীকেও। এ মুহূর্তে সেভাবে কোনো কাজ শুরু করেননি অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পূজার বিশেষ গানে দেখা যাবে তাকে। ভালো চরিত্র পেলে আগামী দিনে আবার ছোটপর্দায় কাজ করবেন বলে জানান অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়