সম্প্রতি গায়িকার খাতায় নাম তুলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান ‘আমি শুনেছি সেদিন তুমি’ গেয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্রও প্রকাশ করেছেন। নিজেই হয়েছেন মডেল। গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন।
গায়কীর জন্য প্রশংসা পাচ্ছিলেন প্রভা। তবে সেই প্রশংসার রেশ কাটতে না কাটতেই তার বাগদানের খবর আসে সংবাদমাধ্যমে। বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় অভিনেত্রী প্রভার সঙ্গে। বাগদানের ওই খবর নাকচ করে দিয়ে প্রভা সমকালকে বলেন, ‘এগুলো ভিত্তিহীন খবর। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকাশ করে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mxnn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন