English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

কটাক্ষের শিকার সারা বললেন ‘এসব আর গায়ে মাখি না’

- Advertisements -

‘মেট্রো ইন দিনো’ সিনেমায় এক আধুনিক, শহুরে তরুণীর চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। অনুরাগ বসুর পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন সারা।

চরিত্র প্রসঙ্গে সারা বলেন, ‘আমার লুক থেকে শুরু করে চরিত্রের গঠন—সবই ছিল বাসু স্যারের ভাবনায়। চরিত্রটি কোনোভাবেই গ্ল্যামারাস নয়, বরং বাস্তবধর্মী ও সহজ-সরল। এমন শহুরে মেয়ের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’

অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত সারা আরও বলেন, ‘২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে তার কাজের প্রেমে পড়ে যাই। আজ আমি নিজেই ‘মেট্রো’ ফ্র্যাঞ্চাইজির অংশ—এ যেন স্বপ্নপূরণের মতো। আমি সব সময় চেয়েছি বাসু স্যারের সঙ্গে কাজ করতে। এখন নিজেকে বলতে পারি, আমি তার নায়িকা।’

ইতোমধ্যে ছবির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন দর্শকদের নজর কাড়ছে। আদিত্যর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সারা বলেন, ‘খুব ভালো লেগেছে। উনি অত্যন্ত সহজ-সরল একজন মানুষ, সহ-অভিনেতাদের খুব স্বাচ্ছন্দ্য দেন। একজন সাবলীল অভিনেতা হিসেবে তার সঙ্গে কাজ করা ছিল দারুণ এক অভিজ্ঞতা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে সারা বলেন, ‘এখন এসব সামলাতে শিখে গেছি। জানি, আমি যা-ই করি না কেন, মন্তব্য হবেই। তাই এসব আর গায়ে মাখি না। তবে মা যখন এসব পড়ে কষ্ট পান, তখন খারাপ লাগে। কিন্তু কিছু করারও থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া ও অন্যের মতামতকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত গুরুত্ব দিই।’

‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এবং প্রশংসিত সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্রো’-এর সিক্যুয়েল। এই সিনেমায় সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ।

মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম এবং গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j3m2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন