নাসিম রুমি: বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে নেটাগরিকের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। তখনই নির্দ্বিধায় শাহরুখ বলেন, তিনি বুদ্ধিদীপ্ত ছবি তৈরি করেন না। নিজেকে বুদ্ধিমান অভিনেতা বলে মনে করেন না শাহরুখ খান। আবিশ্ব ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী।
বলিউডের বাদশা তিনি। কিন্তু তাঁকেও সমালোচনার মুখে পড়তে হয়। এ বার সরাসরি কটাক্ষের জবাব দিলেন শাহরুখ। বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে নেটাগরিকের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। তখনই নির্দ্বিধায় শাহরুখ বলেন, তিনি বুদ্ধিদীপ্ত ছবি তৈরি করেন না। নেটাগরিকের প্রশ্ন ছিল, “আপনি সাক্ষাৎকারে কত বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলেন। কিন্তু তেমন বুদ্ধিদীপ্ত ছবি তৈরি করেন না কেন?
এখন তো এমন ধরনের ছবির জন্য ওটিটি মঞ্চও রয়েছে। সেখানেও আপনার ছবি মুক্তি পেতে পারে।” এর উত্তরে শাহরুখ বলেন, “আমি কী করব বলুন! আমি তো বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করি না। আমি ভালবাসা ও বিনোদন ছড়িয়ে দিই। আর সবচেয়ে বড় কথা, বুদ্ধিমত্তা কোনও মানুষের মুখে দেখা যায় না, বন্ধু। বুদ্ধিমত্তা আসলে সূক্ষ্ম স্পর্শের মতো।” এক নিন্দক এই দিন শাহরুখকে কটাক্ষ করেন, “ভাই, আপনার কোনও প্রতিভা নেই।
আপনাকে দেখতেও এমন কিছু ভাল নয়। আপনি কী ভাবে তারকা হয়ে উঠলেন বলুন? আমাকে তো আপনার থেকে দেখতে ভাল। কিন্তু আমাকে তো কেউ চেনেই না।” এরও সপাটে উত্তর দেন শাহরুখ। তাঁর জবাব, “ভাই তোমার মুখটা তো ঠিক আছে, বুঝলাম। কিন্তু তুমি মগজ নিয়ে কোনও কথা বললে না! ওটা কি আছে তোমার কাছে?” শাহরুখের এই জবাব দেখে আরও এক বার মুগ্ধ তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, বলি তারকা এখন তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত।

