English

21 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
- Advertisement -

কত টাকার সম্পত্তি রেখে গেলেন জুবিন গার্গ?

- Advertisements -

নাসিম রুমি: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমেই প্রাণ হারান এই গায়ক। রোববার তার মরদেহ পৌঁছায় গুয়াহাটিতে, সেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান; স্ত্রীকে মরদেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

অসমীয়া, বাংলা ও হিন্দিসহ একাধিক ভাষায় গান গেয়ে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন জুবিন গার্গ। ২০০০ সালে পরিচিতি পান নিজ এলাকা থেকেই। ছবির গান, স্টেজ শো আর বিজ্ঞাপনের পারিশ্রমিক মিলিয়ে ২০২৪ সালের একটি প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ ধরা হয়। জানা যায়, তার মোট সম্পদের পরিমাণ ৭০ কোটি টাকা।

মাসিক আয়ের সঠিক হিসাব কখনো প্রকাশ না হলেও জানা যায়, অর্থের পেছনে অন্ধ দৌড়ের মানুষ ছিলেন না তিনি। বড় কোনও প্রজেক্ট পেলে তবেই শতভাগ মনোযোগ দিতেন।

সংগীতের মতো জীবনযাপনেও ছিল সরলতা। বড় শহরের হইচই থেকে দূরে নিজের রাজ্যে শান্তিতে থাকতে ভালোবাসতেন জুবিন। বাড়ি ও স্টুডিও সাজিয়েছিলেন আসামের হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস আর হাতে আঁকা ছবিতে। তবে গাড়ি ও বাইকের প্রতি ছিল আলাদা দুর্বলতা। তার গ্যারেজে ছিল মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভারসহ একাধিক বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lwtd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন