English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

কবে মা হবেন পরিণীতি, যা বললেন স্বামী রাঘব

- Advertisements -

নাসিম রুমি: গত বছর মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আদভানি।

ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে এখন তোলপাড় মিডিয়ায়। এর মাঝেই সুখবর দিলেন পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডা।

তবে কি পরিণীতিও গর্ভবতী?

বলিউড অভিনেত্রী এবং তার স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডা সম্প্রতি কপিল শর্মার শো-তে উপস্থিত হয়েছিলেন। যে পর্বটি শনিবার (২ আগস্ট) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

আর এই শো-তে কপিলের সঙ্গে কথোপকথনের সময়েই, রাঘব তাদের সন্তান পরিকল্পনা সম্পর্কে মুখ খোলেন। রাঘব দাবি করেন যে, শিগগিরই সুখবর দেবেন তারা।

এই কথা শুনে পরিণীতি লজ্জায় লাল হয়ে যান।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর উপস্থাপক কপিল শর্মা যখন মজা করেই বলছিলেন যে, ভারতীয় বাবা-মায়েরা বিয়ের পরেই নাতি-নাতনিদের জন্য চাপ দিতে শুরু করেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে, কপিল দম্পতিকে সতর্ক করে দেন এই বলে যে, চাপ দেওয়া প্রায়শই বিয়ের পর খুব তাড়াতাড়িই শুরু হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই রাঘব কোনও লুকোছাপা না করে সাফ বলে দেন, ‘দেঙ্গে, আপকো দেঙ্গে… সুসংবাদ জলদি দেঙ্গে! (দেব, আপনাকে দেব… খুব তাড়াতাড়ি সুসংবাদ দেব!)’ রাঘবের কথা শুনে পুরো সেটে হাসির রোল ওঠে এবং পরিণীতি ভাষা হারিয়ে ফেলেন।

এখানেই শেষ নয়। এই নেতা আরও জানান, তার স্ত্রী পরিণীতির নাকি একটা ‘সুপার পাওয়ার’ আছে। আর তার জোরেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন রাঘব চাড্ডা। আসলে কপিল জিজ্ঞেস করেছিলেন, তাদের মধ্যে সম্পর্কের শুরুটা কীভাবে হয়? উত্তরে রাঘব বলেন, লন্ডনে প্রথমবার তাদের দেখা হয়।

এরপর রাঘব মজা করে যোগ করেন, ও যা বলে, বাস্তবে হয় ঠিক তার উল্টোটা। যেমন ধরুন, পরিণীতি একসময় বলেছিল ও কোনও রাজনীতির মানুষকে বিয়ে করবে না। কিন্তু শেষমেশ উল্টোটাই হয়।

নিজের স্ত্রীর এমন ‘বিপরীত ম্যানিফেস্টেশন’র উপর এখন ভরসা রাখেন রাঘবও। তিনি বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি, প্লিজ বলো আমি কোনও দিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারব না, তাহলে হয়তো সেটাই হবে! মূলত মজার ছলেই কথাগুলো বলেন রাঘব।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে বিয়ে সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7rx1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন