English

28 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
- Advertisement -

করণ জোহরের জীর্ণ শরীরের রহস্য ফাঁস

- Advertisements -

চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব করণ জোহর। বলিউডে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো তুুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে গত বছর থেকেই তার চেহারা নিয়ে আলোচনা ওঠে। এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়ে ফেলেন। তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। প্রথমে অনেকেই অনুমান করেন, ওজন কমানোর জন্য ওষুধ গ্রহণ করেছেন করণ। তবে তিনি তা আগেই অস্বীকার করেছিলেন।

এবার সেই রহস্য পুরোপুরি প্রকাশ পেলো অভিনেত্রী টুইঙ্কেল খান্নার বদৌলতে। সম্প্রতি টুইঙ্কেল ও কাজলের চ্যাট শোয়ে আসেন করণ। সেখানে টুইঙ্কেল প্রশ্ন করেন, ‘আর কত ইঞ্জেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গেছো দেখেছো। তোমার মা কিছু বলে না?’

এ প্রশ্নে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েন জোহর। তবে সামলে নিয়ে বলেন, ‘না, মা এসব নিয়ে বলা ছেড়ে দিয়েছে। আর আমি কার্বোহাইড্রেট খাওয়া ছেড়ে দিয়েছি।’ করণ জোহর যোগ করেন, অনেকেই ভাবে তার কোনো রোগ হয়েছে কিংবা রোগা হওয়ার ওষুধ খান। তবে তিনি এর কোনোটাই করেন না। কেবল জীবনধারায় পরিবর্তন এনেছেন।

করণ জোহর জানান, দিনে একবার খেয়ে তিনি ওজন কমিয়েছেন। তবে সেটাও আবার নিরামিষ। দুধের তৈরি খাবার ও চিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন।

এতে ওজন কমার পাশাপাশি তার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। শুধু তার জন্য নয়, এই ওজন কমিয়ে সুস্থ থাকা তার দুই ছেলে-মেয়ের জন্যও দরকারি। করণ বলেন, ‌’দুই সন্তানের জন্য আমাকে এখনও অনেকদিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শকদের ভাল ভাল গল্প বলাও বাকি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7xi0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন