করোনার থাবায় আরেক ভাইকে হারালেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টায় দিলীপ কুমারের ছোট ভাই এহসান খান (৯০) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এর আগে গত ২১ আগস্ট কিংবদন্তি এই অভিনেতার আরেক ভাই আসলাম খানও একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তারা দুজনই শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র ১২ দিনের ব্যবধানে দুই ভাইকে হারালেন ‘মুঘল-এ-আজম’খ্যাত বলিউডের এ অভিনেতা।
দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুক টুইট করে এহসান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টুইটারে লেখেন, দিলীপ সাহেবের ছোট ভাই এহসান খান কিছুক্ষণ আগে মারা গেছেন। তার আরেক ছোট ভাই আসলামও আগেই মারা গেছেন। অনুগ্রহ করে তাদের জন্য দোয়া করবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়ার পরে, এহসান খান ও আসলাম খান দুজনই ভেন্টিলেটরে ছিলেন। এহসান খানের ব্লাড প্রেশার ও হার্টে রোগসহ বেশকিছু সমস্যা ছিল।
এহসান ও আসলাম ভর্তির পর থেকেই হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৯০ ও ৮৮ বছর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4d8t
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন