English

28 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

কলকাতায় নিজের বাড়ি নেই মিঠুনের?

- Advertisements -

নাসিম রুমি: ‘ডিসকো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। টলিউড, বলিউডে সমান জনপ্রিয়। রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। একজীবনে যশ-খ্যাতি সবই পেয়েছেন। পরিবার নিয়ে মুম্বাইয়ে নিজের বাড়িতে বসবাস করেন। ভারতীয় বাংলা সিনেমায়ও এখন নিয়মিত অভিনয় করছেন। ফলে মুম্বাই টু কলকাতা— যাওয়া আসার মধ্যে থাকেন।

মিঠুন চক্রবর্তী তার পর্দার নাম। প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে তার জন্ম। তবে নদীয়া জেলায় তার শৈশব-কৈশোর কেটেছে। পরে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পাড়ি জমান। মজার ব্যাপার হলো, কলকাতায় মিঠুনের এখনো নিজের কোনো বাড়ি নেই। মুম্বাই থেকে কলকাতায় গেলে হোটেলে থাকেন এই অভিনেতা। কলকাতায় কেন বাড়ি নেই মিঠুনের?

কারণ ব্যাখ্যা করতে গিয়ে আড়ালের ঘটনাই সামনে এনেছেন মিঠুন। এ অভিনেতা বলেন, “দু-দুবার বাড়ি করার চেষ্টা করেছি। কিন্তু আমার সঙ্গে প্রতারণা করেছে মানুষ। ৮ লাখ রুপি পেতাম। মামলা করেছি। পাঁচ-ছ’লাখ এখনো ফেরত পাইনি।”

এক ঘটনা বর্ণনা করে মিঠুন চক্রবর্তী বলেন, “একবার টাকা নিয়েছে, বলেছে সব ক্লিয়ার আছে। যখন বাড়ি করতে গিয়েছি, বিডিও বলছেন, ‘এটা কার সই?’ বলেছি মালিকের, বললেন, ‘ওকে নিয়ে আসুন, জেলে পুরব, জালিয়াতি করেছে।’ মানে, আমাকে এমন সব ভুয়া কাগজপত্র দিয়েছে। সেজন্যই ভেবেছি, ভগবান বোধহয় চান না এখানে কিছু হোক!”

এসব তিক্ত অভিজ্ঞতার পর কলকাতায় বাড়ি করার ইচ্ছাটাই যেন মিটে গেছে মিঠুনের! কাজের প্রয়োজনে যতদিন কলকাতায় থাকতে হয়, ততদিন হোটেল কিংবা বন্ধুর বাড়িতেই থাকেন এই অভিনেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন