English

29.3 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনে দাদা-ভাইজান

- Advertisements -

নাসিম রুমি: ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এ উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের ভাইজান সালমান খান। সালমান খানের পাশাপাশি একই মঞ্চে দেখা যাবে বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সালমান খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সেখানে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের ‘টাইগার’।

১৫ ডিসেম্বর শুরু হওয়া উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বসবে তারার মেলা। সারাদেশের নামকরা তারকাদের মেলা দেখা যাবে এ উৎসবে। দারুণ সব চমকের পাশাপাশি এবারের উদ্বোধনী মঞ্চে সালমান খানের সঙ্গী হবেন ‘দাবাং’ গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহাও উপস্থিত থাকবেন কলকাতার এই চলমান চিত্রের উৎসবে। আসছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানও।

অনিল কাপুরকেও মঞ্চ ভাগ করতে দেখা যাবে এখানেই। এছাড়াও উপস্থিত থাকবেন মহেশ ভাট। এর বাইরেও আর কারা কারা থাকছেন তা রাজ্য সরকারের পক্ষ থেকে চমক হিসেবে রাখা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/autg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন