English

25.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

কাউকে খুশি করতে ইন্ডাস্ট্রিতে আসিনি: বানি কাপুর

- Advertisements -

বলিউড অভিনেত্রী বানি কাপুর নিজের ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো বরাবরই ভেবে-চিন্তে নিয়ে থাকেন। এতে ক্যারিয়ার ঝুলিতে সিনেমার সংখ্যা আশানুরূপ না হলেও কোনো আক্ষেপ নেই তার। সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো এবং মানসম্মত সিনেমার অপেক্ষায় থাকেন তিনি। চারপাশের অনেকেই তাকে নানা বিষয়ে পরামর্শ দেন। তবে তিনি নিজের পছন্দের বাইরে যেতে চান না। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বানি বলেন, ‘আমি আমার লক্ষ্য সম্পর্কে খুবই সচেতন। আমি সবসময়ই নিজের বিশ্বাসের প্রতি সৎ থাকতে চাই। আমি মনে করি, সততার সঙ্গে কাজ করলে কোনোকিছুই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে খুশি করতে ইন্ডাস্ট্রিতে আসিনি। অন্যরা আমাকে যেভাবে চায়, সেভাবে আমার ক্যারিয়ার গড়তে চাই না। আমি একজন অভিনেত্রী হিসেবে অভিনয় দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে চাই। আমি এমন একটি প্রকল্পের অংশ হতে চাই, যা আমাকে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে দেবে। একটি নির্দিষ্ট চলচ্চিত্রের অংশ হয়ে আনন্দ অনুভব করতে চাই। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারি এমন সিনেমা ক্যারিয়ারে যুক্ত করার চিন্তা সবসময়ই আমার মাথায় থাকে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vbe6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন