English

36 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

কাউকে হুটহাট অভিনয়শিল্পী বা মডেল বলাটা সত্যিকারের শিল্পী ও মডেলদের অপমান: শহীদুজ্জামান সেলিম

- Advertisements -

কথিত মডেল ও অভিনয়শিল্পী ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গত রবিবার রাতে ঢাকার বারিধারা ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার মাদক মামলায় পিয়াসা ও মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এদিকে, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে মডেল পরিচয়ের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি সেলিম গণমাধ্যমকে বলেন, ‘এদের আমরা একদমই চিনি না। এরা কী কাজ করেছে, কখনো সেটাও জানি না। একজন মানুষকে হুটহাট অভিনয়শিল্পী বা মডেল বলাটা সত্যিকারের শিল্পী ও মডেলদের অপমান। সত্যিকারে মডেল ও অভিনয়শিল্পীকে প্রমাণ করারও তো কিছু নাই, তারা সবার কাছে পরিচিত। অখ্যাতরা অপরাধ করে ইন্ডাস্ট্রির সুনাম নষ্ট করছে, এটা তো মানা যায় না।’

শহীদুজ্জামান সেলিম আরও বলেন, অভিনয়শিল্পী, মডেল, প্রযোজক, পরিচালক, কলাকুশলীরা সংশ্লিষ্ট সংগঠনের সদস্য। সবার পরিচয়পত্রও আছে। কোথাও কেউ নিজেকে মডেল বা অভিনয়শিল্পী দাবি করলে আমাদের সংগঠনের যে কাউকে ফোন করলে নিশ্চিত হতে পারবেন। যথার্থতা যাচাই করতে পারবেন, আদৌ তারা অভিনয় বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত কি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমকে অনুরোধ- কাউকে মডেল ও অভিনয়শিল্পী হিসেবে প্রচারের আগে অবশ্যই খতিয়ে দেখবেন। সমাজে এই ধরনের অপকর্মের কারণে সেনসেশন তৈরি হয়। দেশ–বিদেশের মানুষের কাছে সত্যিকারের শিল্পী ও মডেল সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি হয়।

অন্যদিকে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও অভিনয়শিল্পী সালাহউদ্দিন লাভলু জানান, ‘গ্রেফতার দুজনের কাউকে আমরা কখনোই মডেল বা অভিনেত্রী হিসেবে দেখিনি। চিনিও না। শিল্পী সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে, তারাও বলেছে, এদের চেনে না, জানেও না। গুটিকয়ের অপকর্মের দায় যেন বিনোদন অঙ্গনের সবার ওপর না পড়ে।’

1 মন্তব্য

সাবস্ক্রাইব
Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Arman Zihad
Arman Zihad
2 years ago

একদম সঠিক কথা বলেছেন তিনি।
অযথা একজনক এসব পরিচয়ে গ্রেফতার দেখিয়ে পুরো ইন্ডাস্ট্রির বদনাম করা হচ্ছে বলেই আমারও মনে হয়।

যারা কখনো কোন কাজ করেননি কোথাও বা শিল্পী সংগঠনের সাথেও কোনভাবে যুক্ত নন উনারা নিজেদের মডেল বললেই বিশ্বাস কেন করতে হবে?

বর্তমান সময়ে একটু চেহারা ওয়ালা মহিলা বা মেয়ে হলেই নিজেকে মডেল হিসেবে আখ্যা দেওয়া শুরু করেন।
এসবের পেছনে বিরাট কারণও রয়েছে বলেই আমার মনে হয়।
বিভিন্ন নিউজ দেখে যতটুকু বুঝতে পেরেছি তারা খদ্দরের খুঁজেই নিজেদের একটা পরিচয় সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন।

তাদের বাসায় রীতিমতো মদের বার রয়েছে।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন