English

20 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা। মাঝে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা।

যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।

এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি।

ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে কাজল এই সিরিজে অভিনয় করেননি। আধুনিক প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ -এর মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য ব্যবহার করে কৃত্রিমভাবে তা ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে সম্পাদনা করা হয়েছে।

ভক্তদের একাংশ ভিডিওটি সত্যি ভেবে বিভ্রান্ত হলেও, এটি নিছক একটি ফ্যান-মেড এডিট ছাড়া আর কিছুই নয়। কাজল বর্তমানে কিছু ভারতীয় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং হলিউডের এই সিরিজে তার অভিনয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/myn4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন