জামিনে মুক্ত হয়ে মা ফেরদৌসী বেগমের সঙ্গে বাড়ি ফিরেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল সকাল ৮টার দিকে আদালত চত্বরে এসেও মেয়ের দেখা পাননি ফেরদৌসী বেগম। আজ (২০ মে) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জামিনে মুক্ত হন ফারিয়া। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মেয়েকে নিতে এসেছিলেন মা ফেরদৌসী বেগম। এ সময় সঙ্গে ছিলেন তাদের কয়েকজন স্বজনও।
বিমর্ষমুখে কারাগার থেকে বেরিয়ে মায়ের সঙ্গে গাড়িতে ওঠেন ফারিয়া। কালো কাচে ঢাকা গাড়িতে গাজীপুর থেকে ঢাকার আসেন তিনি। কারাগার থেকে বেরিয়ে কারও সঙ্গে কথা বলেননি এই অভিনেত্রী।
গ্রেফতারের পর এক রাত কারাগারে কাটাতে হয় অভিনেত্রীকে। আজ মঙ্গলবার সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। পরিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কারা কর্তৃপক্ষ মা ফেরদৌসী বেগমের কাছে নুসরাত ফারিয়াকে বুঝিয়ে দিয়েছে।
গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়েনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার নথি বলছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ৩ মে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাত ফরিয়াকে।