English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

কার জার্সির নাম্বারের ব্রেসলেট পরে মাঠে হাজির হলেন টেলর ?

- Advertisements -
কিছুদিন আগেই গুঞ্জন উঠে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পপকুইন টেলর সুইফট ও ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলস। যত দিন যাচ্ছে, গুঞ্জন যেন সত্য হতে চলেছে এই জুটির। চলতি বছরে বেশ কয়েকবার ট্র্যাভিসের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন পপতারকা টেলর সুইফট। এবার টেলর মাঠে হাজির হয়েছেন ট্র্যাভিসের জার্সির নাম্বারের সঙ্গে মিল রেখে একটি বন্ধুত্বের ব্রেসলেট পরে এবং হাত নেড়ে ভিআইপি বক্স থেকে ট্র্যাভিসকে উৎসাহ দেন।
গতকাল রবিবার লস অ্যাঞ্জেলেস চার্জার্স এর বিপক্ষে ট্র্যাভিসের খেলার সময় মাঠে হাজির হয়েছিলেন টেলর। সেসময় ভিআইপি বক্স থেকে  উল্লাস করতে দেখা যায় টেলরকে। বেশ হাসিখুশি মেজাজেই ক্যামেরায় ধরা দিচ্ছিলেন ১২ বারের গ্র্যামি বিজয়ী এই গায়িকা। টেলরকে লাল রঙের বড় আকারের চিফস সোয়েটশার্টের সাথে একটি কালো প্লিটেড স্কার্টে দেখা গেছে।
তবে এসবের মধ্যে টেলরের যে জিনিসটা সকলের নজর কেড়েছিল তা হলো তার হাতে পরা ব্রেসলেট। যেখানে ট্র্যাভিসের জার্সির নাম্বার ৮৭ ছিল এবং দুইপাশে দুইটি লাভ ছিল। 

অন্যদিকে,  খেলার মাঠে ট্র্যাভিস কেলসের একটি ভিডিও ভাইরাল হয়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও তে দেখা যায়, ট্র্যাভিসকে নিরাপত্তা সদস্যদের সঙ্গে হেঁটে যেতে,  সেসময় ট্র্যাভিসকে উদ্দেশ্য করে একজন ভক্ত চিৎকার করে বলেছিল, ‘এই যে টেলরের বয়ফ্রেন্ড যায়’! ট্র্যাভিস এই কথা শুনে ভক্তের দিকে তাকিয়ে ডান হাত উপরে তুলে ভক্তকে সমর্থন করে উল্লাস করেন।

ভক্তরা এই ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলছেন ‘টেলরের সেরা প্রেমিক’।

মুক্তি পেয়েছে টেলরের ‘ইরাস ট্যুর’ ফিল্ম। মুক্তির পর ফিল্মটি বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে ১২৬ মিলিয়নের বেশি আয় করে ঐতিহাসিক এক রেকর্ড গড়েছে। সুইফটের এই সাফল্যে অভিনন্দন জানাচ্ছেন সকলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/geaa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

স্বরূপে ফিরছেন যিশু

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন