English

27.1 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
- Advertisement -

‘কালা পাখি’ গানে কণ্ঠ দিলেন সালমা

- Advertisements -

‘সাদা মুখ কালো কইরা বন্ধু দেখায় গোসসা, আমি নাকি কালা পাখি বন্ধু হইলো ফর্সা’- এমনই কথামালায় গানটি লিখেছেন আশিক বন্ধু। সম্প্রতি গবাজারের স্টুডিওতে গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী সালমা।

এর সংগীত পরিচালক সুমন কল্যাণ। গানটির অডিও এবং স্টুডিও ভার্সন ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।

‘কালা পাখি’ গানটি নিয়ে সালমা বলেন, গাওয়ার পর এখন আমার খুব প্রিয় গান হয়ে গেছে এটি। আমার মৌলিক প্রিয় পছন্দের গানের তালিকায় এই কালা পাখি গানটিও একটি হয়ে থাকবে, দর্শকদেরও ভালো লাগবে। স্টেজে ও টেলিভিশন অনুষ্ঠান জমিয়ে তোলার মতো আরেকটি গান পেলাম।

তিনি আরও বলেন, সহজ সরল সুন্দর একটি গান লিখেছেন আশিক বন্ধু। গানটি নিয়ে অলরেডি আমি নিজেই ভয়েস দেওয়ার পর ফেসবুক ও পেজে আপডেট দিয়েছি। এটি মুক্তি পেলেই জনপ্রিয়তা পাবে।

গীতিকার আশিক বন্ধু বলেন, গানটি সালমার কথা ভেবেই লিখেছি। এখন রেকর্ডিং শেষে মনে হচ্ছে, লেখার পরিশ্রমটা সার্থক। সুর-সংগীত আর সালমার কন্ঠে গানটি পরিপূর্ণ প্রাণ পেলে।

উল্লেখ্য, প্রযোজক কাজী সানোয়ার আহমেদ লাভলুর চ্যানেলে গানটির অডিও এবং মিউজিক্যাল ফিল্ম আসন্ন কোরবানি ঈদের আগে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mgf7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন