নাসিম রুমি: যুগ যতই আধুনিক হোক না কেন, সমাজের একাংশ আজও কুসংস্কারে বিশ্বাস করে। সেই তালিকায় অন্যতম বিতর্কিত বিষয় হলো ‘কালো জাদু’। অবাক করা বিষয় হলো, বলিউডের মতো গ্ল্যামার এবং প্রগতিশীলতার কেন্দ্রস্থলেও এই কালো ছায়া পড়েছে বহুবার। নানা সময়ে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগ উঠেছে।
বিনোদন দুনিয়ায় আলো ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে থাকা এসব গুঞ্জন নিয়ে বরাবরই ছিল ভক্তদের আগ্রহ। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড অভিনেত্রীর দিকে উঠেছে কালো জাদু চর্চার অভিযোগ।
কঙ্গনা রানাওয়াত
বলিউডের ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত যেন বিতর্কের আর এক নাম। একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে। তার দাবি ছিল, সম্পর্কে থাকাকালীন কঙ্গনা নাকি তার উপর কালো জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও কঙ্গনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে রসিকতা করে বলেছিলেন যে ডাইনি বিদ্যা একটি পুরাতন প্রথা এবং ঘুরিয়ে তিনি এর পক্ষে মত দিয়েছিলেন।
রিয়া চক্রবর্তী
সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল নেটপাড়ায়। যদিও পরে রিয়া নিজে এই প্রসঙ্গে বলেন যে তিনি নাকি প্রায়শই মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেন। তিনি জানান, ঘরে ঢুকলেই তিনি বুঝতে পারেন কে তাকে ডাইনি বা কালো জাদুকর ভাবছে আর কেই বা সাহসী এবং শক্তিশালী মনে করছে।
কিয়ারা আডবাণী
বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আডবাণীও এই তালিকা থেকে বাদ যাননি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের দুই অনুরাগী কিয়ারার বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল, কিয়ারা নাকি সিদ্ধার্থকে বশ করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না। অবশ্য এই ভিত্তিহীন গুঞ্জনকে পাত্তা দেননি এই তারকা দম্পতি।