English

27.1 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

কিছু মানুষ অনন্তকে নিয়ে অযথা ট্রল করে: রুবেল

- Advertisements -

নাসিম রুমি: কখনো সিনেমা, কখনো ব্যক্তিগত জীবন আবার কখনো কোনো সহকর্মী নিয়ে মন্তব্যসহ নানা কারণে আলোচনা–সমালোচনায় থাকেন অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। সেই অনন্ত জলিলের সঙ্গে প্রথমবার সিনেমায় নাম লিখিয়েছেন রুবেল। তাঁদের দেখা যাবে ‘কিল হিম’ সিনেমায়। শুটিংয়ের ফাঁকে অনন্ত জলিলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করলেন তিনি।

অনন্ত জলিল সম্পর্কে রুবেল বলেন, ‘অনন্ত জলিলকে অসম্মান করা উচিত নয়। তাঁর সঙ্গে প্রথম কাজ করছি। প্রথম থেকেই দেখছি তিনি মানুষকে সম্মান জানাতে পছন্দ করেন। আমাকে যথেষ্ট সম্মান জানিয়েছেন। তাঁর সঙ্গে মিশে ভালো লেগেছে। এখন পর্যন্ত তাঁর মধ্যে মন্দ কিছু পাইনি। আমার মনে হয় কিছু মানুষ অনন্ত জলিলকে নিয়ে অযথা ট্রল করে। সবাইকে সবার মতো থাকতে দেওয়া উচিত।’

কিছুটা বিরতি দিয়ে আবার কাজে নিয়মিত হচ্ছেন চিত্রনায়ক রুবেল। ‘কিল হিম’ ছাড়াও তাঁর হাতে রয়েছে চারটি সিনেমা। ‘কিল হিম’ সিনেমায় কী ধরনের চরিত্র জানতে চাইলে রুবেল বলেন, ‘আমি তো সচরাচর নায়ক ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করি না। কিন্তু ‘কিল হিম’ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করছি। সেখানে চরিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমাকে সেই সম্মানটা দিয়েছেন অনন্ত জলিল। এ ছাড়া আমি আগে কখনোই এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। এখানে দর্শক সারপ্রাইজড হবেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v9bp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন