নাসিম রুমি: ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে তিনি ছেলের চিকিৎসায় প্রায় পুরোটাই সময় দিচ্ছেন কানাডায়। তবে গান ছাড়েননি; বরং এবার নিজের প্রিয় শিল্পী কিশোর দাসের জন্য সুর বসালেন। কিশোর দাসের গাওয়া এ গানের শিরোনাম ‘কান্দে রে ভাই কান্দে’।
এটি লিখেছেন প্রয়াত গীতিকার আলী আকবর রুপু। সুর ও সংগীত করেছেন বিশ্বজিৎ নিজেই। কিশোরের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের ভিডিওতেও চমক শেষদিকে মাইকের সামনে এসে গেয়ে ওঠেন বিশ্বজিৎ নিজেই! গানের ভিডিও বানিয়েছেন আরাফাত সেতু।
কিশোর বলেন, ‘কুমার বিশ্বজিৎ স্যার সারাজীবন আমার পথপ্রদর্শক ছিলেন। গানটি তৈরির পর তিনি শুধু সুর-সংগীতই করেননি; বরং অডিও-ভিডিও দুটোতেই যুক্ত হয়েছেন। এমন পাওয়া আমার ক্যারিয়ারের বড় প্রাপ্তি।’
নতুন এই গান শেয়ার করে ফেসবুকে কিশোর দাস লেখেন, ‘স্যার আমার যে কোনো কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। মানুষ হিসেবে যেহেতু দুজনই গানপাগল, তাই আমার গানেও তাঁর পরামর্শ বা ভালোমন্দ বিষয়গুলো পাই সর্বদাই। কান্দে রে ভাই কান্দে গানটি লিটন অধিকারী রিন্টু কাকু লিখে দেওয়ার পর কুমার বিশ্বজিৎ স্যার লিরিক দেখে সুর ও সংগীত করে দেওয়ার দায়িত্বটি নেন। এটা আমার অনেক অনেক বড় পাওয়া। শুধু তা-ই নয়, অডিও এবং ভিডিওতে একটা চমকও রাখেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় ২০২৩-এর ফেব্রুয়ারিতে কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে চিকিৎসাধীন নিবিড়। বর্তমানে কানাডার মিসিসাগারের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। বিশ্বজিতের বেশির ভাগ সময় সেখানেই কাটছে। সময় সুযোগ হলে নানা কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলা টাউনের ড্যানফোর্থের অকরিজ পার্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মেলা। ওই মেলায় গান করেছেন কুমার বিশ্বজিৎ। একের পর এক তার জাদুকরী কণ্ঠে জনপ্রিয় গানে গানে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন। চলতি মাসেই তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে যাচ্ছেন। ২৩ আগস্ট মেলবোর্ন এবং ৩০ আগস্ট সিডনিতে গাইবেন। এছাড়াও ৩১ আগস্ট ব্রিসবেন এবং ৬ সেপ্টেম্বর পার্থে তাঁর কনসার্ট করার কথা রয়েছে।