English

31.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
- Advertisement -

‘কুলি’তে অভিনয়ে নজরকারা কে এই অভিনেত্রী?

- Advertisements -

লোকেশ কানাগরাজ পরিচালিত ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ গেল ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে সাড়া জাগিয়েছে।

সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আমির খান, সত্যরাজ, নাগার্জুন, সৌবিন শাহির, উপেন্দ্রসহ অনেক অভিনেতা এতে অভিনয় করেছেন।

‘কুলি’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রচিতা রাম। তার চরিত্রে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। রচিতা তার দৃঢ় অভিনয় দিয়ে একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি কন্নড় সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী এবং ‘কুলি’ তার প্রথম তামিল  সিনেমা।

এতে কল্যাণী চরিত্রে অভিনয় করা রচিতা রামকে নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী তার দৃঢ় অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন।

২০১৩ সালে কন্নড় সিনেমা ‘বুলবুল’ দিয়ে রচিতার অভিনয় জীবন শুরু হয়। তিনি শিবরাজকুমার, পুনিত রাজকুমার, উপেন্দ্র, দর্শন, সুদীপের মতো কন্নড় সিনেমার বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। এই কারণেই তাকে কন্নড় সিনেমায় ‘লেডি সুপারস্টার’ বলা হয়।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুপার মাচ্চি’ সিনেমার মাধ্যমে তিনি তেলেগু সিনেমায়ও প্রবেশ করেন। এছাড়াও ২০১১ সাল থেকে তিনি কন্নড় ভাষার অনেক টিভি সিরিয়ালেও কাজ করেছেন।

রচিতা রাম সান টিভিতে প্রচারিত ‘নন্দিনী’ এবং জি তামিলে প্রচারিত ‘আন্না’র মতো ধারাবাহিকেও কাজ করেছেন এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কন্নড় সিনেমায় তিনি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।

এদিকে তার প্রথম তামিল সিনেমা ‘কুলি’-তেই এবার পর্দা শেয়ার করেছেন সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। তার দৃঢ় অভিনয় দিয়ে তিনি তামিল দর্শকদের মধ্যে নিজের স্থান করে নিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3lra
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন