English

25.9 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

‘কেউ থালায় খাবার সাজিয়ে দেবে না’

- Advertisements -

বলা হয় যে, বলিউডে নিজের জায়গা পাকা করতে ‘বহিরাগত’দের বেশি বেগ পেতে হয়। কৃতি সেনন হচ্ছেন সেই তালিকার অন্যতম, যিনি ‘ফিল্মি’ পরিবারের না হয়েও হিন্দি সিনেমার দুনিয়ার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন, পেয়েছেন জাতীয় পুরস্কার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নেন যে, এই ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এলে একাধিক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

বলিউডে নিজের জায়গা তৈরি করা, বিখ্যাত হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। শোনা যায়, বলিউড সিনেমার সঙ্গে যুক্ত এমন পরিবারের সন্তান ছাড়া বাকিদের নিজেদের জায়গা পাকা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়।

সম্প্রতি সেই প্রসঙ্গে কৃতি বলেন, আপনার মধ্যে সত্যি সেই খিদেটা থাকতে হবে। এর কোনো সহজ রাস্তা নেই। কোনো কিছুই সহজে পাওয়া যায় না, আপনাকে কেউ এমনি এমনি সুযোগ দেবে না। কঠিন পরিশ্রম করতে হয় সেই রাস্তা তৈরি করতে। তবে সবচেয়ে জরুরি হলো, হার মানা যাবে না। বিশেষ করে যদি সিনেদুনিয়ার মানুষ না হন, কেউ তাদের থালায় সাজিয়ে সুযোগ দেবে না।

কৃতি বলেন, উৎসাহে জল ঢালার জন্য অনেকেই চেষ্টা করবেন। খুঁত খুঁজে বার করা হবে, স্বপ্ন দেখতে বারণ করা হবে, ‘কানেকশন’ অপরিহার্য বলে অনুৎসাহিত করা হবে।

তিনি বলেন, আপনার ভুলগুলো সকলেই চোখে আঙুল দিয়ে দেখাবে। কিন্তু কেউ বলবে না যে, আপনার দ্বারাও সম্ভব। সেটা একমাত্র নিজেই নিজেকে বলতে পারবেন।

২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কৃতি। এর পর ‘দিলওয়ালে’, ‘বরেলী কি বরফি’, ‘মিমি’র মতো অজস্র সফল সিনেমা বলিউডকে উপহার দিয়েছেন। ২০২২ সালেই ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। তারকা পরিবারের মেয়ে নন তিনি, নিজের চেষ্টায় সফল হয়েছেন। কাজের প্রতি একাগ্রতা, আবেগ ও ধৈর্য থাকতে হবে, তাহলেই সঠিক সময় সাফল্য আসবে, মত অভিনেত্রীর।

তিনি বলেন, নিজেকে তৈরি করে যেতে হবে। আমি মনে করি সেটাই সবচেয়ে জরুরি। সাফল্যের স্বাদ পাওয়ার আগেই ভেঙে পড়লে চলবে না। হয়তো নিজেকে আরও ভালো করতে হবে, সেই কারণে বেশি সময় লাগবে। সঠিক সময়ে সাফল্য আসবেই, সেই কথা দিতে পারি। কিন্তু আপনাকেও লেগে থাকতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ingk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন