English

24 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

কেন কাতারে বাড়ি কিনলেন সাইফ

- Advertisements -

নাসিম রুমি: পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ হয়ে ওঠে, ঠিক তখনই ছুটে গেলেন দোহায়। গ্ল্যামার জগৎ থেকে দূরে একটু শান্তির খোঁজে তিনি পাড়ি জমালেন নিজের কেনা নতুন বাড়িতে। সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি? সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাইফ আলি বলেন, এ বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত।

মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু দোহার এ বাড়িতে গোপনীয়তা বজায় থাকে ষোলোআনা। এখানে নিজের মতো করে চিন্তা করা যায়, কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই বলে জানান সাইফ।

অভিনেতার চোখধাঁধানো অন্দরসজ্জা নতুন এ ডুপ্লেক্স ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি, যেখানে রাখা আছে আরাম কেদারা। সেখান থেকেই দিগন্ত জোড়া সূর্যাস্ত উপভোগ করেন বলি অভিনেতা। সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিংপুল। ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রঙ আর স্বচ্ছ পর্দা, যা ঘরকে আরও স্নিগ্ধ করে তুলেছে। পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ আলি খান।

শোবারঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফা ও ল্যাম্প। অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না অভিনেতা। এ ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে নিয়ম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o15q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন