English

33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

কেন শাহরুখের জায়গায় নেওয়া হয় সঞ্জয় দত্তকে

- Advertisements -

নাসিম রুমি: ২০০৩ সালের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘মুন্না ভাই এম.বি.বি.এস’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে অনেকেরই অজানা, এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

চিত্রনাট্য থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতিও চলছিল তাকে ঘিরে কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ঘটে, যার ফলে শাহরুখের জায়গায় নির্মাতারা সঞ্জয় দত্তকে বেছে নিতে বাধ্য হন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার প্রস্তাব যখন শাহরুখ খানের কাছে যায়, চিত্রনাট্য পড়েই তিনি রাজি হয়ে যান। তবে কিছুদিনের মধ্যেই পিঠে গুরুতর চোট পান শাহরুখ।

চিকিৎসকরা তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দেন। এ ছাড়াও ওই সময়ে তার হাতে আরও বেশ কিছু বড় প্রকল্পের কাজ ছিল। সব মিলিয়ে, ‘মুন্না ভাই এম.বি.বি.এস’ সিনেমাটি তাকে ছেড়ে দিতে হয়।

এরপরই পরিচালক সঞ্জয় দত্তকে মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনেতা মকরন্দ দেশপান্ডে সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা যখন প্রথম চিত্রনাট্য পড়ছিলাম, তখন শাহরুখকেই মুন্না হিসেবে ভাবা হয়েছিল। যখন তিনি সরে দাঁড়ালেন এবং সঞ্জয় দত্ত এলেন তখন পুরো ছবির বুনটই বদলে গেল। সঞ্জয় হয়ে উঠলেন সত্যিকারের মাটির চরিত্র। শাহরুখের উপস্থিতিতে ছবিটি হয়তো কিছুটা চাকচিক্যপূর্ণ হতে পারত কিন্তু সঞ্জয় এটিকে একদম দেশি আমেজ দিয়েছেন।’

তার কথায়, ‘ ‘জাদু কি ঝাপ্পি’-র (যাদুর আলিঙ্গন) মাধ্যমে তিনি (সঞ্জয় দত্ত) যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন, তা হয়তো শাহরুখের স্টাইলে ততটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারত না। ছবিটি ইতিহাস তৈরি করে এবং গোটা দেশে আলোড়ন ফেলে দেয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9plo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন