English

14 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

কেবিসি সিজন ১৭- শেষ দিন কাঁদলেন অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: ভারতের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এর নাম শুনলেই আগে ভেসে ওঠে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। এই শোয়ের যাত্রা হয় কিংবদন্তি অভিনেতার হাত ধরেই।

শুক্রবার (৩ জানুয়ারি) সম্প্রচারিত হয় কেবিসি সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। চোখে পানি নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে।

এই দীর্ঘ পথচলায় যাদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতিই বারবার কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’

দীর্ঘ অভিনয়জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অভিনেতার কথায়, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়াতেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন, কেবিসির সঙ্গে তাদের বন্ধুত্ব বহুদিনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pbk1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হট চকোলেটের যত উপকারিতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন