English

26.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কেমন আছেন জ্যাকলিন?

- Advertisements -

করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে যখন প্রথম লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই সালমান খানের সঙ্গে পানভেলে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পানভেলের বাগানবাড়িতে খান পরিবারের সঙ্গেই কাটছিল সময়। প্রায় ৩ মাস সালমানের বাগানবাড়িতে কাটিয়ে মুম্বাইয়ে ফেরার পর বন্ধুর সঙ্গে ছিলেন জ্যাকলিন।
তবে আনলক পর্ব শুরু হতেই শ্যুটিংয়ের কাজ শুরু করেন তিনি। একটি ব্র্যান্ডের শ্যুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকলিনের প্রায় পুরো ইউনিটকে।
রিপোর্টে প্রকাশ, শ্যুটিং শুরুর আগেই জ্যাকলিনসহ সংশ্লিষ্ট ইউনিটকে কোভিড পরীক্ষা করানো হয়। যেখানে দুই জনের শরীরে করোনা থাবা বসিয়েছে বলে জানা যায়। তবে জ্যাকলিন ভালো আছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী। শ্যুটিং ইউনিটের যে দুই জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে। সেই কারণে বিএমসিকে ধন্যবাদও জানান জ্যাকলিন।
প্রসঙ্গত, সালামনের বাগানবাড়িতে থাকাকালীন ‘তেরে বিনা’ নামে একটি মিউজিক ভিডিও শ্যুট করেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l6bg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন