English

27.2 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

কেমন ছিল জিৎ-কোয়েলের সম্পর্ক?

- Advertisements -

নাসিম রুমি: টালিউডের হিট জুটি মানেই কোয়েল মল্লিক আর জিৎ। দর্শকের কাছে এই জুটির জনপ্রিয়তা এক অন্য উচ্চতায়। একের পর এক ব্লকবাস্টার ছবির মধ্য দিয়ে তারা একসময় ঝড় তুলেছিলেন সিনেপাড়ায়। ‘নাটের গুরু’ দিয়ে শুরু হওয়া এই যাত্রা দর্শকদের হৃদয়ে তৈরি করেছিল বিশেষ জায়গা। কিন্তু পর্দার বাইরে তাদের সম্পর্ক কেমন? এই প্রশ্নে একবার মুখ খুলেছিলেন দুই তারকাই।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তাদের প্রশ্ন করা হয়, পর্দার পেছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন? এ বিষয়ে জিৎ জানিয়েছিলেন, কোয়েল তার পারিবারিক বন্ধু। কোয়েলের সঙ্গে জিতের সম্পর্ক তাই বেশ মজবুত। তাদের মধ্যে কখনো কোনো সমস্যা তৈরি হয় না। উল্টে কোয়েলের সঙ্গে তিনি বেশ সহজ, সে কথাই জানিয়েছিলেন নায়িকা।

পাশাপাশি জিৎ আরও জানিয়েছিলেন, সেটে সর্বক্ষণ কোয়েলের সঙ্গে মজা-ঠাট্টা করেই কাটিয়ে দেওয়া যায়।

তবে ‘যদি কখনো কোয়েল কোনো ভুল করেন?’ এই প্রশ্নের উত্তর জিৎ বলেছিলেন, এমনটা হয় না। যদি হয় তবে তিনি প্রকাশ্যে কিছুই বলবেন না। তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ব্যক্তিগত আলোচনার স্তরেই রাখবেন সেই সমস্যাকে।

অন্যদিকে কোয়েলের কথায় তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করেন জিতের সঙ্গে। তাদের মধ্যে থাকা সহজ বন্ধুত্ব কাজের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। তার কাছে জিৎ হলেন জ্ঞানেরগুরু। ‘নাটের গুরু’ থেকে তাদের সফর শুরু হলেও তার কাছে জিৎ এটাই। কোয়েলের কথায় জিৎ সবই জানেন।

তবে একাধিকবার কোয়েল-জিৎকে নিযে প্রেমের গুঞ্জন উঠেছিলো। কিন্ত বাস্তবে তা সত্য প্রমান হলেও তাদের মিলন হয়নি।

জিৎ-এর সঙ্গে তার মুক্তি প্রাপ্ত সবশেষ ছবি হলো ‘শেষ থেকে শুরু’। এই ছবিও বক্স অফিসে ভালো ফল করে। যদিও তারপর থেকে জিতের সঙ্গে কোনো ছবির ঘোষণা করেননি তিনি। কোয়েল মল্লিক টলিপাড়ায় এখন বেশ বাছাই করেই কাজ করছেন।

অন্যদিকে জিৎও রয়েছেন বিরতিতে, সকলেই এখন মুখিয়ে কবে কামব্যাক করবে এই জুটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0a1z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন