নাসিম রুমি: বয়সের ভারে নুয়ে পড়েছেন আশির দশকে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। বর্তমানে মিডিয়া থেকে দূরে তিনি। সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেছেন।
ঢাকা ছেড়ে দূরে কেরানীগঞ্জে ছেলে ও পরিবারের সঙ্গে নিরবে নিভৃতে জীবন কাটাচ্ছেন বৈরাগী। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের জগত ছেড়ে নাতির সঙ্গে সময় কাটাতেই এখন বেশি পছন্দ করেন তিনি।
জীবনের শেষবেলা প্রসঙ্গে বর্ষীয়ান এ অভিনেতা বলেন, একটা বয়স আসলে মানুষের কিন্তু চাকচিক্য, সৌন্দর্য, শক্তি সবই কমতে শুরু করে। তখন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। কেউ আবার বিষণ্ণতার সাগরে ডুবে যান। তখন তাদের মনে হয়, আমার বুঝি কোথাও আর স্থান নেই।
বৈরাগী আরও বলেন, এমন চিন্তা মাথায় আসার আগেই নিজেকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন শেষ সময়ে কোনো বিষণ্ণতা কাছে আসতে না পারে।
৫০ বছরেরও বেশি সময় অভিনয় জগতে পার করা বর্ষীয়ান এ অভিনেতার নেই কোনো অভিযোগ। বরং জীবনের শেষ সময়টা যেন হতাশায় না ডুবে সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি
পৃথিবী থেকে একদনি সবাইকে বিদায় নিতে হয়। জীবনের শেষ সময়টা সুন্দর কাটুক। বিদায়টা হোক সুখের, এমনটাই প্রত্যাশ করেন বৈরাগী। বলেন, বয়স হয়েছে। যাবার সময়ও ঘনিয়ে আসছে। তাই এ সময় সবার দোয়াটাই কাম্য।
ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিলেও এর পাশাপাশি পরিচালক এবং প্রযোজক হিসেবেও সফল ছিলেন ফখরুল হাসান বৈরাগী। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিনি সুতার মালা, মানসী, শাহী দরবার, স্বামীর ঘর, লুটেরার মতো ব্যবসা সফল হিট সিনেমা।