English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কোনো নারীর সাথে প্রথম সাক্ষাৎ এ কথাও বলতে পারিনা: ইমরান হাশমি

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা ইমরান হাশমি পরিচিত ‘কিসিং কিং’ বা কিসিং বয়’ নামে! তার নাম শুনলেই দর্শকের মনে ভেসে ওঠে সাহসী প্রেমের দৃশ্য আর একাধিক কিসিং সিন। তবে বাস্তব জীবনের ইমরান একেবারেই ভিন্ন। পর্দার বোল্ড নায়কটির ব্যক্তিগত জীবন যথেষ্ট সংযত ও স্থিতিশীল।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমনই এক ব্যতিক্রমী দিক তুলে ধরেন ইমরান। পডকাস্টের সঞ্চালক জানান, অনেক নারীই স্বপ্ন দেখেন এমন একজন স্বামী পাওয়ার, যার নামে কখনও কোনো স্ক্যান্ডাল শোনা যায় না। ইমরানকে ঘিরে কখনও কোনো বিবাহবহির্ভূত সম্পর্ক বা প্রেমের গুঞ্জন উঠেনি—যেখানে বলিউডের বহু তারকাই এসব বিতর্কে জড়িয়েছেন।

এ কথায় হেসে ফেলেন ইমরান। উত্তরে শান্তভাবে বলেন, আপনি এমন কিছু শোনেননি, কারণ আমি সত্যিই কখনও এমন কিছু করিনি। এতে অবাক হওয়ার কিছু নেই।

২০০৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা পারভিন সাহানিকে বিয়ে করেন ইমরান। এখনো সেই সম্পর্ক অটুট। পারভিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইমরান বলেন, ও ছিল আমার পাশে, যখন পকেটে একটাও টাকা ছিল না। আমরা ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। পারভিনই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

নিজের স্বভাব নিয়েও খোলামেলা কথা বলেন তিনি জানান, বাস্তবে তিনি এতটাই লাজুক যে কোনো নারীকে প্রথম আলাপে কথাও বলতে পারেন না। সিনেমার পর্দায় যতোই সাহসী তিনি হোন না কেন, বাস্তব জীবনে ইমরান রয়ে গেছেন নির্লিপ্ত, দায়িত্ববান ও পারিবারিক একজন মানুষ।

বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া আর গসিপ নিত্যদিনের ঘটনা, সেখানে ইমরান হাশমির ব্যক্তিজীবন যেন এক ব্যতিক্রমী উদাহরণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xfab
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন