English

26.7 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কোন অভিনেতার জন্য এত জনপ্রিয় হয়েছিলেন অমিতাভ?

- Advertisements -

নাসিম রুমি: হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘আনন্দ’ একটা সময়ের হিট সিনেমার তালিকায় অন্যতম। রাজেশ খান্না অভিনীত ‘আনন্দ‘-এ গুরুতর অসুস্থ এক ব্যক্তির জীবনের গল্প উঠে এসেছিল। অসুস্থতা নিয়েও আনন্দ তাঁর ডাক্তার ভাস্করকে অনুপ্রাণিত করেছিল। ভাস্করের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ছবিটি বন্ধুত্ব, প্রেম এবং মৃত্যুর সঙ্গে কঠিন লড়াইয়ের গল্প বলেছে। তবে এই সিনেমার মাধ্যমে দর্শক নতুন করে খুঁজে পেয়েছিলেন অমিতাভ বচ্চনকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অমিতাভ বচ্চন রাজেশ খান্নার সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর চিন্তাভাবনা শেয়ার করেছিলেন। অমিতাভ বলেন, ‘আনন্দ’ সিনেমায় রাজেশ খান্নার সঙ্গে কাজ করার জন্য হৃষিকেশ মুখোপাধ্যায়ের ডাক পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল তাঁর কাছে। কাকা অর্থাৎ রাজেশ খান্নার বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে বিগবি বলেন, রাজেশ খান্নার সঙ্গে কাজ করার কারণেই এত জনপ্রিয় হয়েছিলেন তিনি।

অমিতাভ বলেন, ‘ঋষিদা যখন আমাকে ‘আনন্দ’ ছবিতে রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে বলেছিলেন, তখন এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা বিষয় ছিল। তাই রাজেশ খান্নার প্রতি আজীবন আমি কৃতজ্ঞ থাকব।’

রাজেশ খান্না একবার বলেছিলেন, ‘নমক হারাম’ সিনেমায় অমিতাভকে দেখেই তিনি বুঝেছিলেন, তাঁর শীর্ষে থাকার সময় শেষ। তিনি বলেন, ‘যখন আমি সিনেমাটি দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম আমার সময় শেষ হয়ে এসেছে। আমি ঋষিদাকে বললাম, অমিতাভ আগামীর সুপারস্টার।’

রাজেশ খান্নাকে চরিত্রটি অফার করার আগে, পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’-এর জন্য কিশোর কুমার অথবা ধর্মেন্দ্রকে ভেবেছিলেন এই চরিত্রটির জন্য। চেন্নাই থেকে মুম্বই যাওয়ার সময় পরিচালক ধর্মেন্দ্রর সঙ্গে গল্পটি শেয়ার করেছিলেন। কিন্তু, পরবর্তীকালে তিনি রাজেশ খান্নাকেই এই চরিত্রটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c0v9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন