English

29.5 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা

- Advertisements -

নাসিম রুমি: দেবীপক্ষে কলকাতায় এসে পৌঁছেছেন ব্রাজিলীয় সুপারস্টার রোনাল্ডিনহো আচমকা দেখা কোয়েল মল্লিকের সঙ্গে। পাশে আবার ছিলেন পরিচালক অরিন্দম শীল একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন তিনজন।

রবিবার শহর কলকাতায় পা রাখেন রোনাল্ডিনহো। সোমবার সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি ছিল ফুটবল তারকার। এদিন সকালে নিজের ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন করেন। সেখান থেকে শ্রীভূমির পুজোয় যান। মন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফুটবলও খেলেন।

দুপুর ৩টে ৪৭ মিনিট নাগাদ রোনাল্ডিনহো পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে। আগে থেকেই রোনাল্ডিনহোর জন্য বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ব্রাজিলীয় তারকা উপস্থিত হলে তাঁর হাতে ফুটবল তুলে দেওয়া হয়। সেখানেই ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ছিলেন রাজু আহমেদ।

এরপর রোনাল্ডিনহোকে দেখা যায় আহিরীটোলা যুবকবৃন্দর পুজোয়। সেখানেই ‘জঙ্গলে মিতিন মাসি’র প্রচার করতে গিয়েছিলেন কোয়েল মল্লিক, অরিন্দম শীলরা। বিশাল পোস্টার উদ্বোধন করা হয়। তারপর ‘মিতিন মাসি’র টিমের সঙ্গে ব্রাজিলীয় সুপারস্টারের দেখা হয়। “মিতিন মাসির সঙ্গে যখন রোনাল্ডিনহোর দেখা হয়…”, এই ক্যাপশন দিয়েই ছবি ভিডিও শেয়ার করেছেন কোয়েল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3g2x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন