English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

কোহলির জন্মদিনে আনুশকার আবেগমাখা বার্তা

- Advertisements -

আনুশকা শর্মা ও বিরাট কোহলি একে অপরের পরিপূরক। দুজন দুই ভূবনের বাসিন্দা হলেও এসেছেন একই ছাদের তলে। একসঙ্গে চিরটাকাল কাটাতে সম্মত হয়েছেন। দুইজন ভিন্ন ক্ষেত্রে কাজ করেন। আর এজন্য দুজনকেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
আনুশকার সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা ফ্লপ হলো নাকি হিট হলো সেটা যেমন চিন্তার বিষয় বিরাট কোহলির তেমনই ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বদানকারী বিরাট কোহলি কতটা ব্যক্তিগত আর কতটা অর্জন হলো দলীয় সেটাও আনুশকার বিবেচ্য বিষয়। কেননা এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারতের ক্রিকেট দল।
কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যেতে পারবে কি না, সেটা রীতিমতো হুমকির মুখে পড়ে গেছে। এই দুঃসময়ে এলো কোহলির জন্মদিন। তাই তো প্রিয়তমা সাহস সঞ্চারিত করার চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া মারফত। নিজের ফেসবুক পেইজে দুজনের একটি ছবি পোস্ট করেছেন।
যুগল ছবি পোস্ট করে লিখেছেন, এই ছবির কোনো ফিল্টার দরকার নেই। তুমি যেভাবে চলছ সেভাবেই চলো। তোমার ভিত্তি সততা ও ইস্পাত দিয়ে তৈরি। যেভাবে অন্ধকার থেকে টেনে তলতে পারো তাদের, আর কারো দ্বারা এটা সম্ভব নয়। তুমি সবদিক থেকে ভালো হয়ে ওঠো, কারণ তুমি ভয়হীন, সাময়িক এসব কোনোভাবেই স্থায়ী নয়।
আমি জানি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে এভাবে কথা বলার মানুষ নই কিন্তু মাঝে মাঝে আমি শুধু চিৎকার করে বিশ্বকে বলতে চাই আপনি কি অসাধারণ মানুষ। সৌভাগ্যবান তারাই যারা সত্যিই তোমাকে চেনে। ধন্যবাদ তোমায় সবকিছু উজ্জ্বল ও সৌন্দর্যময় করার জন্য।
ওহ, শুভ জন্মদিন কিউটনেস!
আনুশকার এমন বার্তা কোহলির জীবনের নতুন বছরে কতটা সুখকর মুহূর্ত নিয়ে আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ovbg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

স্বরূপে ফিরছেন যিশু

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন