English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

কৌশিক সেনের সঙ্গে ‘জড়িয়ে গেলেন’ প্রিয়াংকা, প্রকাশ্যে এলো ছবি

- Advertisements -

একদিকে বড়দিনের আমেজ, অন্যদিকে জোরকদমে চলছে শুটিং। দুই-দুটি সিনেমা ফ্লোরে। দুটি সিনেমা দুই রকমের। অনির্বাণ চক্রবর্তী ও সায়ন্তন মুখোপাধ্যায় তাদের নতুন সিনেমা ‘উল্টোরথ’ ও ‘মহেশ’-এর শুটিং করছেন। প্রযোজনায় আছেন ক্যামেলিয়া।

দুটি সিনেমাতেই একাধিক চমক রয়েছে। ‘উল্টোরথ’ সিনেমার মূল আকর্ষণ হচ্ছে অভিনেতা কৌশিক সেন ও প্রিয়াংকা সরকারের অসম জুটি। এ সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেছেন, গল্পও ততটাই আকর্ষণীয়। এক পরিবারে তিন প্রজন্মের পুরুষ থাকেন। তাদের দুজন বিপত্নীক। এ বাড়িতে জিনিস বিক্রি করতে এসে জড়িয়ে যাবেন এক নারী। তিন প্রজন্মকে পর্দায় তুলে ধরবেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন ও আয়ুশ। ‘সেলসগার্ল’-এর ভূমিকায় থাকছেন প্রিয়াংকা সরকার।

হঠাৎ এ রকম অসম বয়সি জুটি বাছলেন কেন?—সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় পরিচালককে। নির্মাতা জানিয়েছেন, এখানে কেউ কারও জুটি নয়। প্রত্যেক চরিত্র নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, চিত্রনাট্য মেনে কৌশিক-প্রিয়াংকা পর্দায় সম্পর্কে জড়াবেন কিনা, সেটি হলে গিয়ে জানা যাবে।

ইতোমধ্যে সিনেমার দুদিন শুটিং হয়ে গেছে। অনির্বাণ বলেন, প্রিয়াংকা ছাড়া বাকিদের সঙ্গে আগেও কাজ করেছি। নায়িকা ভীষণ সহযোগিতা করছেন। আর প্রিয়াংকার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।

একইভাবে দিন তিনেকের শুটিং সেরে ফেলেছেন ‘ফুটানিগঞ্জের মহেশ’ সিনেমার পরিচালকও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আমার ছবির বিষয়। আধুনিক যুগের নিরিখে দেখানো হবে গোটা বিষয়। সেই অনুযায়ী সিনেমার ভেতরে সিনেমা। এক পরিচালকের চোখ দিয়ে দেখানো হবে সবটা। মুখ্য চরিত্রাভিনেতা হিসাবে একজন ষাঁড়কেই পেতে চান পরিচালক! যদিও তিনি জানেন, এর জন্য তিনি সেন্সরের ছাড়পত্র না-ও পেতে পারেন।

এদিকে জীবন্ত ষাঁড়ের সঙ্গে অভিনয় করতে করতে তারও মায়া পড়ে যায় ‘মহেশ’ গল্পের ‘গফুর’-এর মতো। যথারীতি সেন্সর বোর্ড আটকায় পরিচালকের ছবিটি।

এই প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে লোকনাথ দে-কে। খলনায়কের ভূমিকায় অর্ণ মুখোপাধ্যায়। এ ছাড়া থাকবেন খরাজ মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা প্রমুখ। সায়ন্তনের দাবি, তার নিজের জীবনের ঘটনাই ছায়া ফেলবে এ সিনেমায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m228
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন