বলিউডে কান পাতলে এখন সবচেয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। দুই অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা না হলেও আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসর বসতে চলেছে।
আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের বারওয়াড়া দুর্গে বসছে বসবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। ইতোমধ্যে শুরু হয়েছে দাওয়াত পর্ব বলে ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে নতুন তথ্য। বিয়ের পর ক্যাটরিনা কাইফের নামে আসছে পরিবর্তন। গণমাধ্যমটির খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রোমোশান, ছবি মুক্তির আগে যদি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েন; তাহলে কাছবির সমস্ত প্রোমোশান- ট্রেলার ও ছবিতে নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ থাকবে।
একই প্রতিবেদন অনুসারে, দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা রোকা সেরেছেন। বলিউড পরিচালক কবীর খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y3tq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন