English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

ক্যান্সারের চিকিৎসায় ভালো অগ্রগতি হয়েছে: কেট

- Advertisements -

ব্রিটেনের প্রিন্সেস অফ ওয়েলস কেট জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে তার, তবে পুরোপুরি সুস্থ হয়ে যাননি। গতকাল শুক্রবার প্রকাশিত একটি ব্যক্তিগত লিখিত বার্তায় কেট এই তথ্য দিয়েছেন। ক্যান্সার ধরা পরার পর রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে শনিবার প্রথম জনসাধারণের সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।

বার্তায় কেট আরো বলেন, মার্চ মাসে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি প্রকাশের পর বিশ্বজুড়ে হাজার হাজার আন্তরিক বার্তা পেয়ে তিনি বিস্মিত হয়েছিলেন।

তিনি আরো বলেছেন, ‘আমি ক্যান্সার চিকিৎসায় ভালো অগ্রগতি করছি। কিন্তু সবাই জানে, কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হলে ভালো দিন এবং খারাপ দিন উভয়ই আসবে।  সেই খারাপ দিনগুলোতে দুর্বল, ক্লান্ত বোধ  হবে এবং তখন শরীরকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ভালো দিনগুলোতে নিজেকে আরো শক্তিশালী মনে হবে।
আর ওই সময়টায় ভালোো থাকার সব সুযোগই নিতে চাইবেন আপনি।’ 

শনিবার রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক সামরিক কুচকাওয়াজ। স্বামী,সন্তানদের সঙ্গে ‘ট্রুপিং দ্য কালার’-এর সময় একটি গাড়িতে থাকবেন তিনি। ৪২ বছর বয়সী কেট এবং প্রিন্স ইউলিয়ামের তিন সন্তান প্রিন্সেস জর্জ, লুই এবং প্রিন্সেস শার্লট।

কেট রাজা চার্লস, রানী ক্যামিলা এবং বাকিংহাম প্যালেসের বারান্দায় পরিবারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে যোগ দেবেন এই অনুষ্ঠানের শেষে। যদিও কেট বলেছিলেন, তিনি এই বছর বাকি অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন বলে আশা করছেন। 

কেট আরো জানান, ‘আমার চিকিৎসা চলছে এবং আরো কয়েক মাস চলবে। আমি আমার পরিবারের সঙ্গে রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে বার্ষিক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। এ ছাড়া গ্রীষ্মে আরো কয়েটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আশা করছি তবে এটাও জানি যে, আমি এখনও এখনও সব সমস্যা বা অসুস্থা থেকে বের হতে পারিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m4sl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন