English

25 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

ক্যারিয়ার ‘হারানোর ভয়ে’ জুহি বিয়ে করেছিলেন গোপনে

- Advertisements -

নাসিম রুমি: মুম্বাইয়ের একটি ডিনার পার্টিতে প্রথম দেখা। তার পর থেকেই শুরু হয় প্রেম। তবে সংসার করার পরিকল্পনা নিতে অনেকটা সময় লেগেছিল বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও ব্যবসায়ী জয় মেহতার। তবে বলিউডের অনান্য তারকাদের মত ধুমধামে নয়, জুহি বিয়ে সেরেছিলেন গোপনে।

এখন প্রায় বছর তিরিশের বিবাহিত জীবন তাদের। বিয়ের সময় জুহি রীতিমত তারকা। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ এবং ‘ইশক’-এর মত ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শককে।

হিন্দুস্তান টাইমস লিখেছে ১৯৯৫ সালে বিয়ে করেন জুহি ও জয়। ২০০১ সালে জুহি তাদের প্রথম সন্তান কন্যা জাহ্নবী মেহতার জন্ম। সেই সময়েই প্রথম তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও কেন চুপিচুপি জয়কে বিয়ে করার সিদ্ধান্ত নেন জুহি আর কেনই বা সংসার যাপনের কথা গোপন রেখেছিলেন সেই গল্প তুলে ধরেছে ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।

এই প্রসঙ্গে জুহি বলেন, “আমি তখন প্রতিষ্ঠিত এবং সবেমাত্র ভালো কাজ করতে শুরু করেছি। সেই সময়ে ক্যারিয়ার নষ্ট হওয়ার ভয় ছিল। তাই আমি শুধু কাজ করে যেতে চেয়েছিলাম।”

ধনাঢ্য ব্যবসায়ী জয় মেহতা সবসময়ই সবসময়ই সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন। যদি তার বিপুল সম্পত্তি এবং ব্যবসায়িক সাম্রাজ্য বরাবরই তাকে ঘিরে কৌতুহল সৃষ্টি করেছে।

জুহি একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, “বিয়ের আগে জয় আমাকে প্রতিদিন চিঠি লিখতেন। বিয়ের পর যদিও আর এসব হয় না। আমরা একে অপরকে চিঠি এবং কার্ড পাঠাতাম। যা এখন ইমেল এবং হোয়াটসঅ্যাপে পরিণত হয়েছে। জয় এবং আমার একটি ডিনারে প্রথম দেখা। এবং তার পরে ও আমার সঙ্গে বহুবার যোগাযোগ করে। একবার আমার জন্মদিনে জয় আমায় লাল গোলাপ ভর্তি একটি ট্রাক পাঠিয়েছিল। তবে আমি ওকে প্রেমে সম্মতি জানাতে প্রায় এক বছর সময় নিয়েছিলাম।”

জুহির সঙ্গে বিয়ের আগে সুজাতা বিড়লার সঙ্গে বিয়ে হয়েছিল জয়ের। যিনি সম্পর্কে শিল্পপতি যশ বিড়লার বোন। যিনি ১৯৯০ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রথম স্ত্রীর ভয়াবহ মৃত্যুর পর জয়ের পাশে প্রতি মুহূর্তে ছিলেন জুহি।

এর পরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। জয় মেহতা বহুজাতিক সংস্থা দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান।

আর জুহি এখন সিনেমায় অনিয়মিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fssh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন