নাসিম রুমি: চিত্রনায়িকা পরীমণি নাকি দত্তক কন্যা প্রিয়মকে তার পরিবারে ফিরিয়ে দিয়েছেন- এমন একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া নেটিজেনদের বড় একটা অংশের অভিযোগ, নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হাজির হলেও দত্তক মেয়েকে ততটা সামনে আনেন না। এই খবরে ভীষণ চটেছেন পরী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লম্বা এক পোস্টের মাধমে সেই ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়িকা ।
ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে পরীমণি জানিয়ে দেন, ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের নাক গলানো তিনি সহ্য করবেন না।
পোস্টে তিনি লেখেন, ‘কিছুদিন ধরে খেয়াল করলাম, কিছু অবাঞ্চিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানা ধরনের কথা। ভাই, প্রথমত মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে আমি সত্যিই বুঝি না।’
তিনি আরও লেখেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোক যেন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক্যাপশন দেয়, আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে।