নাসিম রুমি: বলিউড এখন চলছে ‘সাইয়ারা’ ঝড়। নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে প্রেক্ষাগৃহে জনসাধারণের আবেগপ্রবণ হওয়ার ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
ভারতীয় বক্স অফিসে প্রতিনিয়ত আয়ের নতুন রেকর্ড গড়ছে এই ছবি। মঙ্গলবার (২২ জুলাই) বক্স অফিস কালেকশনে নতুন রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’।
বক্স অফিস কালেকশনের নিরিখে ‘সাইয়ারা’ এখনও পর্যন্ত এ বছরের অন্যতম বড় ছবি। আয়ের অংকের কথা বলতে গেলে, ছবিটি মঙ্গলবার (২২ জুলাই) ২৫ কোটি রুপি সংগ্রহ করে ‘হাউজফুল ৫’, ‘রেইড-২’ এবং ‘সিতারা জামিন পার’কে ছাড়িয়ে গেছে। যার মাধ্যমে বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘সাইয়ারা’। যেটি চলতি বছর মুক্তি প্রাপ্ত সিনেমা হিসেবে প্রথম মঙ্গলবারের সমস্ত বড় বলিউড চলচ্চিত্রের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রথম মঙ্গলবার ছবিটি আয় করেছে ২৫ কোটি টাকা, যা সোমবারের আয়ের চেয়ে ৪.১৭ শতাংশ বেশি। শুধু তাই নয়, প্রথম মঙ্গলবারের আয়েই আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’।
এছাড়াও মোট সংগ্রহের নিরিখে চলতি বছর মুক্তিপ্রাপ্ত আরও অনেক ছবির রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছেন ‘সাইয়ারা’। ৫ দিনে ‘সাইয়ারা’র মোট আয় দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি। অথচ ছবিটির নির্মাণে ব্যয় করা হয়েছে সাকুল্যে ৬০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, খুব দ্রুতই ২০০ কোটির ক্লাবে পা রাখবে আহান পান্ডের প্রথম ছবি।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন আরও এক তারকা সন্তান। বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে নয়া অবতারে। প্রথম সিনেমাতে আহান পান্ডের পর্দায় উপস্থিতি অসাধারণ। একজন গায়ক এবং প্রেমিকের ভূমিকায় তার লুক দুর্দান্ত।