English

28.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার

- Advertisements -

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির দীর্ঘ পথচলায় গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রীর তকমা পেয়েছেন। হয়ে উঠেছেন দলের রাজনৈতিক আদর্শ। বিষয়গুলোকে উপজীব্য করে সম্প্রতি তৈরি হলো একটি বিশেষ গান।

প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ রনির কথায় ‘আপোষহীন নেত্রী’ নামের গানটির সুর করেছেন মুরাদ নূর। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিলেন দিঠি আনোয়ার।

দিঠি আনোয়ার বলেন, ‘আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। ম্যাডামের (খালেদা জিয়া) প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা পারিবারিক থেকে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে মনের অজান্তেই। মুরাদ নূর গানের পরিকল্পনা শেয়ার করতেই মুখিয়ে থাকি কখন ভয়েস দিবো, গানটি খুবই মনে ধরেছে। কথা-সুরের দারুণ মেলবন্ধন। রেকর্ডিং শেষ। শিগগিরই আমরা গানটি প্রকাশ করবো।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বরাবরই কিংবদন্তি মানুষ নিয়ে গান বাঁধতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পারিবারিকভাবে আমার জাতীয়তাবাদে বেড়ে ওঠা; সৃষ্টিতে আবেগ ভালোবাসা একটু বেশিই। বেগম জিয়ার আপোষ না করার মানসিকতাই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি জাতীয়তাবাদী আদর্শের মানুষের কাছে ঐতিহাসিক হয়ে উঠবে।’

গীতিকার ফরিদ আহমেদ রনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো ম্যাডামকে নিয়ে লিখবো। লেখার পর সুরকার মুরাদ নূরকে শেয়ার করি। তার আন্তরিক সহযোগিতায় বিষয়টি পূর্ণাঙ্গ গান হয়ে উঠলো। একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে ভীষণ গর্ব হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, শিগগিরই একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ‘আপোষহীন নেত্রী’ গানটি প্রকাশ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন