English

33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

খুশি নন শাহরুখ? নীরবতা ভাঙলেন বলিউড বাদশাহ

- Advertisements -

নাসিম রুমি: তিন বারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ মরসুমে এখনও পর্যন্ত জাত চেনাতে পারেনি। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে জেতা ম্যাচে হার, সব মিলিয়ে নিজেদের অস্ত্রেই বারংবার ঘায়েল হচ্ছে নাইটরা। এমতবস্থায়, প্রশ্ন উঠছে KKR-র ব্যাটিং বিভাগ নিয়ে। কেনান, গত ম্যাচে অধিনায়ক অজিঙ্কা রাহানে ও রিঙ্কু সিং ছাড়া সেভাবে দলের হয়ে গুরুত্বপূর্ণ যোগদান রাখতে পারেননি কোনও ব্যাটারই। ফলত, 5 ম্যাচের 3 আসরে ব্যর্থ হওয়ায় সমালোচিত হচ্ছে অধিনায়ক রাহানের নেতৃত্ব। এহেন আবহে শেষমেশ দলের পারফরমেন্স নিয়ে নীরবতা ভাঙলেন কর্তা শাহরুখ খান।

সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স খুব একটা আহামরি নয়। এখনও পর্যন্ত এ মরসুমে বেশিরভাগ ম্যাচই হেরেছে কলকাতা। তবে তা সত্ত্বেও, বলিউড বাদশাহ শাহরুখের তরফে কোনও রকম আশানুরূপ বক্তব্য আসেনি। এমন আবহে, ঋষভ পন্থদের কাছে পরাস্ত হতেই মুখ খুললেন কর্ণধার শাহরুখ। তবে দলের ছেলেদের উদ্দেশ্যে একেবারেই কড়া বার্তা দেননি কিং খান। বরং KKR-র খারাপ সময়ে একেবারে যোগ্য অভিভাবকের মতো কথা বলেছেন বলিউড তারকা।

লখনউয়ের বিরুদ্ধে একেবারে জেতা ম্যাচে হেরেছে রাহানের দল। তবে তা সত্ত্বেও মাথা ঠান্ডা রেখে দলের ছেলেদের আবেগঘন বার্তা দিয়েছেন শাহরুখ। সম্প্রতি ছেলেদের উদ্দেশ্যে মালিক শাহরুখের বার্তা মুঠো ফোন থেকে পড়ে শুনিয়েছেন KKR সিইও বেঙ্কি মাইসোর।

নাইট সিইও শাহরুখের বার্তা পড়ছেন, ‘এই পরাজয় সত্যিই দুঃখজনক। কারণ আমরা একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে ফিরে এসেছি। তবে এতে বিশেষ ভাবার কিছু নেই। গত ম্যাচের একাধিক ইতিবাচক দিক রয়েছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। আমরা লড়তে পারি এবং বড় রান বানাতে পারি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9pay
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন