English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

খোদ ভারতেই যুদ্ধবিরোধী কণ্ঠ: কবীর সুমনের তীব্র প্রতিক্রিয়া

- Advertisements -

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসীরা। সেই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে ভারত। এ অভিযান ঘিরে যখন দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার শঙ্কা তৈরি হয়েছে, তখন এবার ভারতের ভেতর থেকেই উঠেছে যুদ্ধবিরোধী কণ্ঠ। খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন প্রকাশ করেছেন তীব্র প্রতিক্রিয়া।

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক—আমি যুদ্ধবিরোধী ব্যক্তি। আমি তো আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা বলেছি। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।’

কবীর সুমন প্রশ্ন তোলেন, ‘এই দেশ যখন ভাগ হয়েছিল, আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনও মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনও জনগণের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক। কীসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম—তখন তো আমার কোনও ব্যক্তিগত পছন্দ ছিল না! তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি।’

তিনি আরও বলেন, ‘দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই।’

কবীর সুমন জানান, ‘যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকের সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছি—একবার ভেবে দেখুন, একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ প্রাণ হারাচ্ছে তারা, যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। গাছ পুড়ে যাচ্ছে। গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার কোনো মাথাব্যথা নেই। যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তারা এই গাছ, পাখি, পোকামাকড় মারা যাওয়ার কথা বলছেন না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, এটা নিয়েও কারও হেলদোল নেই।’

সবশেষে তীব্র ক্ষোভে কবীর সুমন বলেন, ‘সিঁদুর দেখাচ্ছে? কীসের অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার বললে খারাপ খারাপ কথা বের হবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই “দেশপ্রেমের” বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l2q3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন