English

33.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

খ্যাতির জন্য বড় ক্ষতির মুখোমুখি সুইনি, যা বললেন অভিনেত্রী

- Advertisements -

হলিউডের তরুণ ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সিডনি সুইনি। সম্প্রতি মার্কিন ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগলের শরৎকালীন সংগ্রহের পোশাকে মডেল হয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন। যা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

২৭ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, খ্যাতির দ্রুত উত্থান তাকে ব্যক্তিগত জীবনে এক বড় ক্ষতির মুখোমুখি করেছে। তা হলো— তার ব্যক্তিগত গোপনীয়তা হারানো।

দ্য টাইমস ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউফোরিয়া ও ম্যাডাম ওয়েবখ্যাত এই তারকা জানান, জনসম্মুখে ক্রমাগত আলোচনায় থাকা তার জীবনকে একেবারেই বদলে দিয়েছে।

সিডনির ভাষায়, ‘গোপনীয়তা খুব বড় ব্যাপার। এটা যে কতটা মূল্যবান, আপনি সেটা হারানোর পরেই বুঝতে পারবেন। আমি সবসময় দেখি—‘ওরা তো নিজেই বিক্রি হয়ে গেছে, ওরা জানত কীসে সই দিচ্ছে।’ কিন্তু এই আমি জানতামই না আমি কিসে সই করছি’। 

তিনি জানান, নিজের বাড়ির বাইরে পাপারাজ্জিদের ভিড় এবং ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার নজরদারি তার কাছে ‘পাগলাটে’ ও ‘অবাস্তব’ মনে হয়। এখন তিনি অনেক বেশি সতর্ক, খুব অল্প কয়েকজন বিশ্বাসযোগ্য মানুষকেই জীবনে জায়গা দেন।

আমেরিকান ঈগল বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

সিডনির এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি আমেরিকান ঈগলএর ‘গুড জিন্স’ প্রচারণা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকরা বিজ্ঞাপনটিকে ‘ইউজেনিক্স’ এবং ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’ প্রচারের অভিযোগ তুলেছেন। 

এ নিয়ে আমেরিকান ঈগল এক বিবৃতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছে, ‘Sydney Sweeney Has Great Jeans’ প্রচারণাটি আসলেই ছিল জিন্স নিয়ে। তার জিন্সতার গল্প নিয়ে। আমরা সবাই কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতো করে আমাদের AE জিন্স পরিসেটাই উদযাপন করব। দারুণ জিন্স সবার কাছেই ভালো লাগে’।

এদিকে ক্যারিয়ার যত এগোচ্ছেসিডনি জানালেন জনসম্মুখে থাকার চাপ তাকে আরও বেশি করে বিশ্বাসকে মূল্য দিতে শিখিয়েছে

তার ভাষ্যে, ‘আমি সবসময়ই সতর্ক ছিলাম। এখন অবশ্য আরও বেশি’।

খ্যাতির আড়ালের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়গ্ল্যামারের পেছনে অনেক তারকাকেই ব্যক্তিগত জীবনের চড়া মূল্য দিতে হয়। 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vbtj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন