English

28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

খ্যাতি আমার জীবন থেকে আনেক কিছু কেড়ে নিয়েছে: এআর রহমান

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবন ছিল অস্কার পাওয়া সুরকার এআর রহমানের। গত বছর নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন রহমানপত্নী। বিচ্ছেদ হলেও স্বামীর নামে কুকথা শুনতে নারাজ সায়রা বানু। যদিও কী কারণে বিচ্ছেদ, সে কথা জানাননি দু’পক্ষের কেউই! তবে চেন্নাইয়ে বাস নাকি রহমানের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কেন এমন বললেন?

বিপুল খ্যাতি, নামযশ সবই রয়েছে তাঁর। চাইলেই বিদেশে গিয়ে থাকতে পারতেন। কিন্তু তা করেননি, বরং চেন্নাইতে থেকেছেন সারাজীবন। সুরকার সম্প্রতি জানান, এখানে থেকে যাওয়া ও খ্যাতি তাঁর জীবনের অনেক ক্ষতি করেছে। কোথাও গিয়ে নাকি শান্তি করে খেতে পর্যন্ত পারেন না তিনি।

রহমানের কথায়, ‘‘আমি এমনিতে বাড়ি থেকে বেরোই না। বেরোলে প্রস্তুত হয়েই যাই, যে ছবি তোলার প্রচুর অনুরোধ আসবে। কিন্তু যখন বিমানে দূরে কোথাও যাওয়ার থাকে, তখনও মানুষ বুঝতে চায় না। এমনকি কোনও বিয়েবাড়িতে গিয়ে হয়তো আমি খেতে বসেছি, তখনই লোকজন ছুটে আসবে ছবি তোলার জন্য। আমি বললেও কথা শুনতে চায় না, কারণ ছবিটা তাদের চাই-ই। তাই এখন বিয়েবাড়িতে গিয়ে খাওয়াটা বন্ধ করে দিয়েছি। আসলে খ্যাতি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে।’’

তাঁর কথায়, বিদেশে এমনটা হয় না। দেশের মধ্যেই প্রতিবন্ধকতা বেশি। তবুও সবটা মেনে এখানেই থেকেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7bw4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন